এ সপ্তাহের সেরা কিছু প্রযুক্তি-পণ্য দেখে নিন!

1. Sonic Boom-Free Biplane

সুপারসনিক এয়ারক্রাফট গুলো বেশ কয়েক বছর ধরেই উড়ছে তবে জনবহুল এরিয়াতে এই বিমানগুলো উড়তে পারতো না কারন অনেক শব্দ তৈরি হয় ফলে জানালার গ্লাস ভেংগে যায়। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা নতুন একধরনের পাখা ডিজাইন করেছেন ফলে শব্দ কম উৎপন্ন হবে।

2. The New iPad
নতুন আইপ্যাড বের হয়েছে। আগের সব এপস সহ নতুন অনেক সুবিধাই রয়েছে। দাম ৫২৯ ডলার মাত্র!

 

 

3. Bodymetrics via Microsoft Kinect

আমাদেরকে হয়ত ভবিষ্যতে এভাবেই পরিমাপ করা হবে। এর মাধ্যমে আপনার শরীরের সঠিক সাইজ কত তা পরিমাপ করা যাবে। ফলে আপনার জন্য পারফেক্ট পোষাক বাছাই করা যাবে খুব সহজেই।

[via DVICE]

 

4. PayPal Here: Yes, Now You Do Take Credit Cards

পেপ্যাল তাদের ক্রেডিট কার্ড নিরাপত্তায় স্মার্টফোন ব্যবহার করছে। স্মার্টফোনে কার্ড রিডারের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে।

 


5. Swann MP3 DJ Doorbell System

এটা আপনার এমপি থ্রী মিউজিকে বা সাউন্ডে অন্য রকম ইফেক্ট দিবে।

 

6. Half-Price Solar Cells Soon

সোলার সেল বা সৌর বিদ্যুৎ ইচ্ছা করলে সাড়া পৃথিবী পালটে দিতে পারে। কিন্তু উচ্চমূল্যের জন্য সোলার সেল জনপ্রিয় হচ্ছে না। তবে এবার ভাল খবর হচ্ছে সোলার সেলের মূল্য অর্ধেক কমে যাবে। সিলিকন কম ব্যবহার করে তৈরি করার পদ্ধতি বের করেছেন বিজ্ঞানীরা।

Leave a Comment