শরীর চর্চা ডিএনএ’র কাঠামোর পরিবর্তন ঘটায়

সাম্প্রতিক গবেষণায় প্রমান হয় যে, শরীরচর্চা করলে ডিএনএর রাসায়নিক ও কাঠামোগত বেশ কিছু পরিবর্তন হয়। এক দল পর্যবেক্ষক মাংশ পেশীর ডিএনএ পরিক্ষা করার পরে ৭ মার্চ ২০১২ এই তথ্য প্রকাশ করেন।

মিথাইলগ্রুপের এক ধরনের প্রসেস মিথালেশনের মাধ্যমে জীনগুলো সক্রিয় ও নিষ্ক্রিয় হয় এবং এর মাধ্যমে প্রোটিন উৎপাদিত হয়। এর আগেও বিজ্ঞানীরা দেখতে পান যে, শরীর চর্চার কারনে প্রোটিন উৎপাদনে প্রভাব  পরে এবং প্রোটিন উৎপাদন নিয়ন্ত্রণে এর শরীরচর্চার ভূমিকা আছে।

অধিক পরিশ্রমী ও কম পরিশ্রমী ব্যক্তিদের ডিএনএ’র পার্থক্যও দেখা যায়। সুতরাং এর প্রভাবে ভবিষ্যত প্রজন্মের ডিএনএ’র পরিবর্তনের ফলে কি ধরনের জেনেটিক পরিবর্তন হতে পারে এ বেপারে গবেষনা চলছে।

ওয়াশিন্টন বিশ্ববিদ্যালয়ের গবেষক স্কিনার জানান, মাংশপেশীর ডিএনএর পরিবর্তনের ধরার বেপারে তারা গবেষণা করছেন। আর বিবর্তনের প্রথম দিকে ডিএনএ’র ধরন ও পরিবর্তনের ধারা সম্পর্কে হয়তো অনেক কিছুই জানা যাবে।

Leave a Comment