কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের wp-content ডিরেক্টরি নিরাপদ রাখবেন

সবাই বলে আমার সাইট নিরাপদ আমিও বলি নিরাপদ।তবে আপনার সাইটের নিরাপত্তার সাথে জড়িত খুটিনাটি কিছু বিষয় থাকে যা জানা সব সাইট এডমিনদের জন্য জরুরী।

যেমন আপনার ওয়ার্ডপ্রেস সাইটের wp-content ডিরেক্টরি যদি সবাই একসেস করতে পারে তবে তা আপনার জন্য ক্ষতিকর।কেননা কোন একসময় আপনার ইউজ করা কোন প্লাগিনে বাগ থাকলে আপনার পুরো ডিরেক্টরি খুব সহজেই একসেস করা যাবে।

তাই প্রয়োজন wp-content ডিরেক্টরি সিকিউর রাখা।

যেভাবে বুঝবেন আপনার wp-content ডিরেক্টরি খোলা আছে

ব্রাউজারে টাইপ করুন http://sitename.com/wp-content/uploads/2011/12/

এবার নিচের ছবিটি দেখুন যা দেখাবে।

যদি এই রকম দেখায় তবে বুঝতে হবে আপনার wp-content ডিরেক্টরি সবাই একসেস করতে পারে।

এবার এটি যেভাবে বন্ধ করবেন

নিচের ছবি দেখে নিন

প্রথমে নিজের সার্ভারে/সি প্যানেলে লগিন করুন এবার নিচের ছবিতে দেখানো অপশনে প্রবেশ করুন

আপনাকে index manager এ প্রবেশ করতে হবে

এবার আপনি Web Root (public_html/www) সিলেক্ট করে Go বাটনে ক্লিক করে প্রবেশ করুন।

এবার যা দেখতে পাবেন।

এবার আপনি wp-content এ ক্লিক করেন

এখন No Indexing  এ ক্লিক করেন এবার কাজ শেষ।

এবার আবার http://sitename.com/wp-content/uploads/2011/12/

ব্রাউজ করে দেখুন আর আগের মত দেখাবে না

 

ভালো লাগলে কমেন্টস দিতে ভুলবেন না।

 

 

 

 

 

 

 

 

13 thoughts on “কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের wp-content ডিরেক্টরি নিরাপদ রাখবেন”

  1. ধন্যবাদ এই কাজের পোস্টের জন্য। আমি আমার একটা সাইটের wp-content অফ করতে কি জামেলাই না করলাম… এটা জানা থাকলে এত সমস্যা আর হতো না।
    আবারও ধন্যবাদ।

  2. খুবই কাজের পোষ্ট। আমি wp-content কে no-indexing না করে পুরো public_html ফোল্ডারকেই no-indexing করলাম। সাইট দেখতে কোন সমস্যা হবে কি? বা Search Engine optimization এ কোন প্রভাব পড়বে কি? জানতে চাই..

    1. স্যার public_html নো ইনডেক্স করলে সমস্যা আছে কেননা প্রায় সময় আমাদের কে ডাইরেক্ট wp-admin
      টাইপ করেই এডমিন প্যানেলে প্রবেশ করতে হয়।
      তাই শুধূ wp-content করতে পারেন।

      1. শুভেচ্ছা জানবেন। আমার public_html নো ইনডেক্স করার পরও ডাইরেক্ট wp-admin টাইপ করেই এডমিন প্যানেলে প্রবেশ করতে কোন সমস্যা হচ্ছে না। লেখকের স্কোর নিয়ে আপনার টিউটোরিয়ালের অপেক্ষায় রইলাম। আশা করি সেখানে আপনার বায়ো-বক্সে যেমনটি (তার স্কোর 0.26%) দেখাচ্ছে তেমন স্কোর প্রকাশ করার কোডটি পাবো। ধন্যবাদ।

Leave a Comment