IELTS Reading Test টিপস-১

IELTS এ ভাল করার কিছু টিপস

  • পত্রিকা, ম্যাগাজিন এবং ইংরেজি বই পড়ুন
  • Cambridge এর ১ থেকে  ৬ পর্যন্ত নিজে নিজে পরিক্ষা দিন
  • এটা আপনাকে জানতে হবে যে, IELTS পরিক্ষায় আপনি কোন প্যারাগ্রাফ কতটা বুঝেছেন এটা যাচাই করে না । স্কিল টেস্টএ দুটি অংশ আছে-Scanning এবং skimming
  • উদাহরন সরূপ: ফোনবুক থেকে কোন নাম্বার খুজে বের করতে বলা হলো। আপনাকে একটি প্যারাগ্রাফ দেয়া হবে এবং কোন একটি তথ্য জানতে চাইবে এটা হলো Scanning
  • Skimming হলো খুব দ্রুত কোন প্যারাগ্রাফ এর বিষয় বস্তু সম্পর্কে ধারনা লাভ করা। আপনাকে বলা হতে পারে এই প্যারাগ্রফের একাট নাম দিন অথবা মতামত দিন ইত্যাদি।
  • আপনাকে পরামর্শ দিব- প্রথমে সম্পুর্ণ অংশ না পড়ে, প্রথমে প্রশ্ন পড়ুন এবং গুরুত্বপূর্ণ অংশ পেন্সিল দিয়ে দাগ দিন যেটা scanning এবং skimming এর জন্য দরকার, এবার প্যারাগ্রাফটি পড়তে থাকুন প্রয়োজণীয় অংশগুলো পেন্সিল দিয়ে হালকাভাবে দাগ দিন। সম্পূর্ণ অংশ পড়ার পর যে অংশ scanning এবং skimming এর জন্য মনে হবে সে অংশ একটু গাঢ়ভাবে দাগ দিন।
  • একের পর এক প্রশ্নের উত্তর লিখুন।

3 thoughts on “IELTS Reading Test টিপস-১”

  1. আপনার এই ব্লগে শুধুমাত্র ইসলাম সম্পকে আলোচনা রয়েছে। এর কারণ কি? অন্য ধর্মগুলো নিয়ে আলোচনা নেই কেন? তার মানে কি আপনি শুধুমাত্র একটি ধর্মের মানুষদের জন্য এই ব্লগ খুলেছেন?

    1. দূ:খিত, এখনো সাইটটির কাজ চলছে। সকল ধর্মের ও বর্ণে আলোচনাই থাকবে আশা করি। আপনি হিন্দু ধর্মের ব্যাপারে লিখুন, তাহলে কাজটি আরও সহজ হবে। ধন্যবাদ।

  2. Wow, awesome blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your web site is great, as well as the content!. Thanks For Your article about IELTS Reading Test টিপস-১ | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment