ফটোগ্রাফী মডেল পাবেন কোথায়?

এ যাবত বেশ কিছু টিউটরিয়ালের মাধ্যমে ফটোগ্রাফীর আগ্রহের ব্যাপারে জানিয়েছি। ফটোগ্রাফারের অধিকার ও ১০ টি টিপসের মাধ্যমে অনেকেরই সমস্যার সমাধান হয়েছে। অনেক সময় যেটা দেখা যায় ভাল কোন থিম পাওয়া যায় না যায় মাধ্যমে নতুনত্ব আনা যায় ছবিতে। তাই এবার কিছু পদ্ধতির মাধ্যমে ভাল কিছু করার চেস্টা কিভাবে করে যায় তা দেখবো। আমার মনে হয় যারা আগের ফটোগ্রাফী টিউটরিয়াল দেখেন নি তারা দেখে নিতে পারেন। নিচের টিউটরিয়ালগুলো

ফটোগ্রাফীর উপাদান খুজে পাবেন কোথায়?

ভ্রমনের ছবি তোলার উপর ছোট ছোট ৭টি টিপস

প্রাকৃতিক ও প্রানী জগতের ছবি তোলার পদ্ধতি নিয়ে আলোচনা

এরিয়াল ফটোগ্রাফী কি?

পরিবার ও বন্ধু-বান্ধব

আপনি অনেক বার যাদের ছবি তুলেছেন তাদের সম্পর্কে আপনি জানেন। আপনি হয়তো লক্ষ করেছেন যাদের ছবি তুলেছেন তাদের মধ্যে কারো কারো ছবি কিছু কিছু মুহুর্তে খুবই ভালো হয়েছে। সেই অবস্খান আর সেই অক্ষয় মুহুর্তের ছবি হয়তো আর পাওয়া যাবে না বা তার চেয়ে ভাল ছবিও পাওয়া যেতে পারে। পরিবিরের সদস্যদের নিয়ে ছবি তুলে দেখুন-কেমন হয়?

ইন্টারনেটে

ইন্টারনেটে খুজে পেতে পারেন মডেল বা ভাল কোন আইডিয়া, স্টাইল, অবস্থান বা আরও কিছু। এ ব্যাপারে নিশ্চিত থাকুন যে আপনার মধ্যে হাজারো মানুষের আইডিয়া এসে একইভুত হলে নতুন কোন আইডিয়ার জন্ম দিতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন অবশ্য আরও সোর্স। ক্রিয়েটিভ ধারণার জন্ম দিতে বিজ্ঞাপনদাতারা ওস্তাদ। এক বিষয় বস্তুর ভেতরে অন্য কিছু প্রকাশের মাধ্যমেই এটা আরও সুন্দরতম কিছু হতে পারে। ২০ টি ধুয়া ফটোগ্রাফি এবং কিছু টিউটরিয়াল কালেকশন এর মাধ্যমে কালাপনিক জগতের সাথে পরিচিত হতে পারেন।

এবার দেখে নেই বাংলাদেশী কিছু ফটোগ্রাফী

Leave a Comment