সবচেয়ে ছোট পাখি হামিং বার্ড

হামিং বার্ড সবচেয়ে ছোট পাখি। মাত্র ৩ থেকে ৫ ইঞ্চি সাইজের এই ছোট্ট পাখিটি মাত্র ২ তিন গ্রাম ওজন।

১. সুন্দর সুন্দর ৩০০ বেশি প্রজাতি রয়েছে হামিং বার্ডের।এক প্রজাতি অন্য প্রজাতির সাথে মিলিত হয়ে নতুন ব্রিড তৈরী করে।

২. হামিং বার্ড ঘন্টায় ৬০ কিলোমিটার গতিতে উড়তে পারে। আবার এটি যখন এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যায় তখন ৫০০ কিলোমিটার পারি দেয়।

৩. হামিং বার্ড মিনিটে ১২০০ বার হার্টবিট হয় মানুষের যেখানে ৬০ থেকে ১০০ বার। এটি মিনিটি ২৫০ বার নিশ্বাস নেয়।

৪. আধা ইঞ্চির চেয়ে ছোট ডিম পারে এটি। হামিংবার্ডের বাসা একটি চা কাপের সমান। নারী হামিং বার্ড এটি তৈরী করে তুলা, পাতা , মাকরশার জাল ও প্রাকৃতিক ফাইবার দিয়ে।

৫. হামিং বার্ডের খাবারের তালিকায় বিভিন্ন পোকা, মাকড়শা এবং ফল রয়েছে। এটি তার শরীরের অর্ধেক ওজনের চিনি বা সর্করা জাতীয় খাবার গ্রহণ করে। সবচেয়ে মজার ব্যাপার ২০ মিনিটে তা শক্তিতে পরিনত হয়।

৬. হামিং বার্ড বিভিন্ন শীকারী পাখির শিকার হওয়ায় তাদের বয়সের তারতম্য দেখা যায়। তারা তিন থেকে ১২ বছর পর্যন্ত বাচতে পারে।

৭. ছোট পাখি হিসেবে হামিং বার্ড এগ্রেসিভ স্বভাবের । অন্যান্য তৃনভোজী পাখির মতো না তারা।

Leave a Comment