আমি আমার এই পোষ্টে একটি সাধারন হেলিকপ্টার এর বিভিন্ন অংশ ও তাদের কাজ নিয়ে আলোচনা করবো। তাহলে আসুন জেনে নেই একটি হেলিকপ্টার এর মূল অংশগুলো কি কিঃ
- মেইন রোটর।
- টেইল রোটর।
- টেইল ফিনস।
- টেইল বুম।
- স্কীডস।
- ক্যানোপি।
- মাফলার
- ককপিট।
- ইঞ্জিন।
- কেবিন।
- ফুয়েল ট্যাংক
মেইন রোটর
হেলিকপ্টার এর উপরে দুটি ব্লেড এর সমন্বয়ে গঠিত যে রোটরটি(ঘুর্ণন পাখা) এটিকেই মেইন রোটর বলা হয়। মেইন রোটরে মূলত দুটি ব্লেড দেখা গেলেও এতে আরো রয়েছে স্পাইডার, স্লাইডার, ড্যাম্পার, পিচ কন্ট্রোল রোড, মাস্ট, এক্সটেনশন রোড, স্কিসরস আসি, সোয়াশ প্লেট, ফাইবার এবং প্যাডেল।
কাজঃ
টেইল রোটর
হেলিকপ্টার এর পেছন দিকে যে ছোট আরেকটি রোটর থাকে এটিকে বলা হয় টেইল রোটর। মূলত হেলিকপ্টার এর লেজের দিকের রোটর বলে এটিকে বলা হয় টেইল রোটর।
কাজঃ
টেইল ফিনস
আমার জানামতে এই অংশটি সব হেলিকপ্টার এ থাকে না। পেছনে স্থির ব্লেড যা অনেকটা বিমানের ব্লেড এর মত তবে অনেক ছোট এটাই হল টেইল ফিনস। এটা ভারসাম্য রক্ষার জন্য তৈরী।
টেইল বুম
হেলিকপ্টার এর পেছন দিকে যে লম্বা লেজটি থাকে এটিকেই বলা হয় টেইল বুম। এটি মূলত ভারসাম্য রক্ষা এবং টেইল রোটর অথবা টেইল ফিনস এর কাঠামো তৈরীর জন্য তৈরী।
স্কীডস
হেলিকপ্টার এর নিচে ল্যান্ডিং এর জন্য যে পাতটি থাকে তাই হল স্কীড।
কাজঃ
ক্যানোপি
হেলিকপ্টার এর সম্মুখভাগে মুখের মত যে অংশ এটাকেই বলা হয় বলা হয় ক্যানোপি।
মাফলার
হেলিকপ্টার এর গ্যাস জমা থাকার জন্য যে ট্যাংকটি থাকে স্কীড এর উপরে এটাকেই বলা হয় মাফলার।
ককপিট
হেলিকপ্টার এর পাইলট যেখানে বসে এটিকে নিয়ন্ত্রন করে তাকে বলা হয় ককপিট অন্যভাবে বললে এটি হেলিকপ্টারে পাইলটের বসার স্থান।
ইঞ্জিন
এটাতো মনে হয় আর বলার দরকার নেই তারপরও বলি এর মাধ্যমেই হেলিকপ্টার এবং তার সকল যান্ত্রিক অংশ নিয়ন্ত্রিত হয়। এখানে আর আছে মাফলার, গিয়ার, ক্ল্যাচ মাফলার।
কাজঃ
কেবিন
ককপিট এর পেছনে অন্যান্য আরোহী এবং মাল রাখার যে স্থানটি তাকেই বলা হয় কেবিন।
কাজঃ
ফুয়েল ট্যাংক
এখানে হেলিকপ্টারের চালনার জন্য ফুয়েল জমা থাকে।
গ্রেট টিউটরিয়াল। কম্পিউটারের সাখে থেকে থেকে অনেক কিছুর দিকেই তাকানো হয় না। কপ্টারের গঠনের উপর বাংলা হয়তো এটাই প্রথম পোস্ট। আমার সাইটে আপনার সেরা লেখাগুলো পেয়ে আমি ধন্য। এছাড়াও ব্যক্তিগত ভাবে আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ।
@টিউটো, আপনাকেও ধন্যবাদ।
শাকিল ভাই আপনি কি টেকটিউন এ প্রথমে এই টিউন করেছেন নাকি এই সাইটে প্রথমে করেছেন?
আর আপনার এই টিউনটি বেশ ভাল হল।
জটিল পোষ্ট হয়েছে শাকিল ভাই , আরো পোষ্ট চাই এরকম ভিন্ন কিছু , ধন্যবাদ শাকিল ভাইকে
Many many Thanks.helpfull site.i don’t know.ple say me h do flying it.
Wow, fantastic blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is fantastic, as well as the content!. Thanks For Your article about আসà§à¦¨ জানি হেলিকপà§à¦Ÿà¦¾à¦° à¦à¦° গঠন à¦à¦¬à¦‚ à¦à¦° বিà¦à¦¿à¦¨à§à¦¨ অংশ সমà§à¦ªà¦°à§à¦•ে | টিউটোরিয়ালবিডি .
thank you?