এন্ড্রোয়েড মোবাইলে র‌্যামের কাজ কি?

র‌্যাম (RAM) এর পূর্ণরূপ হচ্ছে রেন্ডম এক্সেস মেমরি (Random-access memory ) । র‌্যাম (RAM) হলো এন্ড্রোয়েড মোবাইলের অস্থায়ী মেমরি। আমরা যখন আমাদের এন্ড্রোয়েড ফোনটিতে কোন সফটওয়্যার ব্যবহার করে কোন কাজ সম্পাদন করতে যাই তখন আমাদের ফোনে সেই সফটওয়্যারটি বা এপটি রান করাতে হলে একটি অস্থায়ী মেমরির প্রয়োজন হয়ে উঠে আর এই অস্থায়ী মেমরি কেই র‌্যাম (RAM) বলা হয়।

মোবাইলে র‌্যামের কাজ কি?

ধরুন আপনি আপনার মোবাইলটি ব্যবহার করতেছেন এরই মাঝে আপনার একটি ফাইল বা ডকুমেন্ট কপি বা কাট করা প্রয়োজন হলো তখন আপনি সাধারণত আপনার ফাইলটিকে কপি করে আপনার ফোনের HDকার্ডের অন্য একটি ফোল্ডারে গিয়ে পেস্ট করে দেন। এইযে আপনি এই কাজটি করলেন প্রথমে কপি করলেন তারপর কোন ফোল্ডারে পেস্ট করার আগ মুহুর্ত পর্যন্ত ফাইলটি কোথায় চলে গেলো, নিশ্চই আপনার কপি করাফাইলটি কোথাও না কোথাও একটা স্থানে সংরক্ষিত অবস্থায় ছিল।

এই ফাইল বা ডকুমেন্ট টি কপি করে পেস্ট করার আগ মুহুর্ত পর্যন্ত এই র‌্যামেই সংরক্ষিত অবস্থায় ছিল।তাই র‌্যামকে অস্থায়ী মেমরি ও বলা হয়ে থাকে।

এছাড়া ও বিভিন্ন সফটওয়্যার বা এপ ওপেন করতে বা মোবাইলের মধ্যে রান করাতে হলে র‌্যামের প্রয়োজন।আপনি যখন কোন গেম বা সফটওয়্যারের ফাইল আপনার ফোনের মেমরিতে রাখেন তখন সেটা আপনার ফোনের মেমরি বা HD কার্ডেই সংরক্ষিত অবস্থায় থাকে তবে আপনি যখন আপনার সেই গেম বা সফটওয়্যারটি ওপেন করেন বা রান করান তখন কিন্তু সেটা আপনার ফোনের ইন্টারনাল মেমরির মধ্যে ওপেন হয়না সেটা অস্থায়ী মেমরি বা র‌্যামের মধ্যে ওপেন হয় তাই একাধিক ভারী সফটওয়্যার বা গেম এক সাথে ওপেন করলে আপনার ফোনটি স্লো হয়ে যায়। তবে র‌্যাম যত বেশি হবে ততই ফোনের জন্য ভালো কারণ এতে ফোন অনেক সফটওয়্যার এক সাথে রান করানোর মত যথেষ্ট জায়গা পায়যার ফলে আপনার এন্ড্রোয়েড ফোনটি সহজে ধীরগতির হয়না। র‌্যামের মধ্যে যে কোন কিছু সংরক্ষিত থাকা অবস্থায় ফোন বন্ধ করলে তা মুছে যায়। এবং র‌্যামের মধ্যে সংরক্ষিত থাকা একটা এলিমেন্টের এর কাজ শেষ হয়ে গেলে অন্য এলিমেন্টের কাজ শুরু করার আগে, আগের ফাইলটি মুছে যায়। আপনি যখন একটি ফাইল বা ডকুমেন্ট কপি করলেন তখন সেটা আপনি যেখানে খুশি সেখানে পেস্ট করতে পারবেন তবে ঐ ফাইলটি আপনার র‌্যামে সংক্ষিত থাকা অবস্থায় অপর একটি ফাইল বা ডকুমেন্ট যদি কপি করেন তাহলে আগের কপি করা ফাইলটি মুছে যাবে।

কম দামে বেশি RAM এর মোবাইল কিনতে ঘুরে আসতে পারেন ejhuri.com

Leave a Comment