সোলার প্যানেল প্রোজেক্টের সাথে পানি বিশুদ্ধকরণ সংযোজন

সোলার প্যানেলের নিচের অংশে পানিকে বাষ্প করার মাধ্যমে আরেকটি জেনারেটর তৈরী করা হয়েছে যার ফলে আরো বেশি বিদ্যুৎ পাওয়া যাবে। আর বাষ্পকে আবার ঠান্ডা করে পানিতে রুপান্তরিত করা হবে।

“একই সময়ে প্রক্রিয়াটি হবে এবং এতে সোলারপ্যানেলের কোন সমস্যা হবে না। বোনস হিসেবে বিশুদ্ধ পানি পাওয়া যাবে” – এমনটাই জানালেন কিং আব্দুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক প্যাঙ ওয়াঙ

গবেষণার আর্টিকেলটি ন্যাচার কমিউনিক্যাশনে ৭ জুলাই প্রকাশ করা হয়।

সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের আলোর ১০% এর মতো আমরা বিদ্যুতের পরিনত করতে পারি। কিন্তু এ প্রযুক্তিতে আরো বেশি ব্যবহার করা যাবে। আশা করা যায় অদূর বিষ্যতে এটি মানুষের বাসার ছাদে সহজেই চলে আসবে।

Picture Source