স্যামসাং এর ভাজ করা ফোন এর ঘোষণা

স্যামসাং ই প্রথম ভাজ করা ডিসপ্লের ফোন দেখিয়ে দিলো বিশ্বকে। অনেক আগে থেকেই মাইক্রোসফট ও এলজি ভাজ করা ডিসপ্লে নিয়ে কাজ করলেও প্রথম ফোনটি স্যামসাং দিয়েই শুরু হচ্ছে।

আশা করা যায় এটি ২০১৯ সালে বাজারে আসবে। ফোনটিকে আপনি টেবলেট নামেও আক্ষায়িত করতে পারেন। আসলে এটি দুইটি আলাদা ডিসপ্লে ব্যবহার করা ঈদ কার্ডের মতো ফোন। বাইরে আলাদা ডিসপ্লে এবং ভেতরে ভাজ করা যায় এমন ডিসপ্লে।  ভাজ করা অবস্থায় এটি ফোন বার ভাজ খোলা অবস্থায় এটিকে ৭.৩ ইঞ্চি ট্যাবলেট।

বাইরের ডিসপ্লে ৪.৫৮ ইঞ্চি যা 840 x 1960 পিক্সেল ও 21:9 রেশিও।

স্যামস্যাং এর নিয়মিতভাবেই OLED এবং ক্যমেরা সেন্সর বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে যাচ্ছে। সাওমী, হুয়াউই এবং লেনেভোও ভাজ করা ডিসপ্লের ফোল্ডিং সেট নিয়ে আসবে -এমনটাই শোনা যাচ্ছে। ২০১৯ সালটি হয়তো ভাজকরা ফোনের বছর হয়ে উঠবে।.

 

Leave a Comment