মাইক্রোসফট আনছে লিনাক্স ভিত্তিক আপারেটিং সিস্টেম

দির্ঘ ৪৩ বছর পর এই প্রথম মাইক্রোসফট নিজেদের কাস্টম লিনাক্স কার্নেল উম্মুক্ত করতে যাচ্ছে। এটা আসলে মাইক্রোসফট লিনাক্স বা উইনডোজ ও লিনাক্সের সমন্বিত কোন কিছু না। নিরাপত্তার বিশেষ হার্ডওয়্যার যা কাস্টম লিনাক্স- আজুরি স্ফেয়ার  Azure Sphere দিয়ে চলবে।

মূলতঃ বিভিন্ন ডিভাইজের সাথে কম্পাটিবল ডিভাইজ বানানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হবে। যেহেতু খুব ছোট মাইক্রপ্রসেসরে লিনাক্স কার্ণেল ব্যবহার করা যায় আর তাই হয়তো মাইক্রোসফট এটি বেছে নিয়েছে।

অতিতের কথা বলতে গেলে অনেক আগে অবশ্য লিনাক্স নিয়ে মাইক্রোসফট কাজ করেছে।

নেটওয়ার্কিং ডিভাইজ এবং ক্লাউড সিস্টেমে আগে থেকেই লিনাক্স ব্যবহার করেছে মাইক্রসফট।

Leave a Comment