ইলেক্ট্রনিক্সের উপর প্রশ্ন উত্তর এবং সমস্যার সমাধান

ইলেক্ট্রনিক্সের বিভিন্ন শাখার সমস্যা ও সমাধানের জন্য এ পোস্টটি এখানে ইলেক্ট্রনিক্সের সাধারন কিছু প্রশ্ন ও উত্তর রয়েছে। বিভিন্ন প্রশ্নোত্তর, সমস্যা ও তার সমাধানের জন্য মতামতের ফরমে লিখুন।

10 thoughts on “ইলেক্ট্রনিক্সের উপর প্রশ্ন উত্তর এবং সমস্যার সমাধান”

    1. অরিজিত

      আপনি theory তে যা পড়েছেন তা যদি কিছু সময় নষ্ট করে ব্যাবহারিক কাজে লাগাতেন তাহলে আপনি ও পারতেন।এখন ও চাইলেই পারেন সাথে আছে গুলিস্তান স্টেডিয়াম মার্কেট।

  1. নিঝুমদ্বীপ ধন্যবাদ ,
    এমন আর কি পারলাম যতটুকু পেরেছি আসলে ইলেকট্রনিক্সকে অন্তর থেকে ভালোলাগে তো তাই । তবে আসলেই ইলেকট্রনিক্সে করার মত অনেক কিছু আছে । একটু একটু করে ধর্য নিয়ে এগিয়ে যেতে হবে। আর আমি আসলে যতটুকু শিখি ততটুকু দিয়েই কিছু করে দেখার চেষ্টা করি । আর আপনি যেহেতু EEE তে BSC শেষ করে ফেলেছেন আপনার জন্য অনেক কিছুই সম্ভব । একটু চিন্তা করে ইলেকট্রনিক্সের এমন একটা ক্ষেত্র খুজে বের করুন যেটাতে আপনার করার মত কিছু আছে । দেখবেন আরো অনেক কিছুই পারছেন । আসলে শুরুটা করা দরকার।

  2. আসলেই ইলেক্ট্রনিক্স যতটা পারি ততটা দিয়ে কিছু একটা শুরু করা যেতে পারে। এখন কথা হলো কি শুরু করা যেতে পারে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমারা তো অন্যের তৈরী করা প্রযুক্তিই নিয়ে কাজ করেই সময় পাই না নতুন কিছু কিভাবে আরাম্ভ করবো। আরেকটা বেপারও আছে সেটা হলো-অন্যেরা যেখানে শেষ করেছে সেখান থেকে নিজেদের শুরু করেতে পারলে আরও ভাল কিছু করা সম্ভব, কিন্ত আমরা তো সেই শেষ করা পর্যন্তই যেতে পারি না। ….

  3. vai, ami akjon EEE student. ami ja pori tai vule jai mone rakhte pari na . r ai jonno exam na dite dite amar already onak subject back lock hoye gese . vai, amar soron sokhti kemne barabo r porai monojug anbo……. plz …..help me…

  4. আমার কাছে দুটি সাধারন স্পিকার আছে। এ দুটো স্পিকারকে আমি কি ভাবে একটি কম্পিউটার স্পিকারে পরিবর্তন করতে পারি?

    1. @হৃদয়, স্পিকারের ধরন অনুসারে আপনি এমপ্লিফায়ার যুক্ত করে নিতে হবে। সাধারনতঃ বেশ কিছু এমপ্লিফায়ারের আইসি সহ সারকিট বাজারে পাওয়া যায় সেটিতে ডিসি এডাপ্টার ও স্পিকার সংযুক্ত করলেই চলে। কম্পিউটারের অডিও ইনপুটের পোর্টও পাওয়া যাবে। আপনার স্পিকার কত ওহম এর তা জানালে আরও সহজে বলা যেতো। আপনি যদি ইলেক্ট্রিক সারকিট বানাতে পারেন তাহলে নিজেও ব্রেডবোর্ড বা পিসিবি বোর্ডে আলাদাভাবে সংযোগ দিয়েও এমপ্লিফায়ার বানাতে পারবেন।

Leave a Comment