লিনাক্স কেন শিখবো

আমরা যারা উইনডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে অভ্যস্ত  এবং ভিন্ন একটি অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার প্রয়োজন হয় না তারা লিনাক্স কেন শিখবো?

Photo credit
অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে তা জানার জন্যঃ আপনি উইনডোজ বা আইওএস ব্যবহার করলে অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে তা অজানা থেকে যায়। কিন্তু লিনাক্স ব্যবহার করলে অপারেটিং সিস্টেমের সব ফাইলএর ভিতরটা দেখতে পাবেন। আর অপারেটিং সিস্টেম বুঝতে হলে লিনাক্স শিখবো।

Picture Source

সারভার এডমিনঃ বিশ্বের প্রায় সব ডাটাসেন্টারই লিনাক্স ভিত্তিক। আর তাই সারভার এডমিন হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে লিনাক্স শিখতে হবে। আপনি যদি ওয়েবসারভার চালান তা হলে তো কথাই নেই।

নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারঃ নেটওয়ার্কিং নিয়ে যাদের কাজ তাদের অনেক প্রোটোকল ও নেটওয়ার্ক মনিটর করতে হবে। তাদেরও শিখতে হবে।

প্রোগ্রামারঃ লিনাক্স ভিত্তিক সারভার ব্যবহার করে এমন সব প্রোগ্রামিং ল্যাঙাগুয়েজ নিয়ে যারা কাজ করে তাদের লিনাক্সের কিছু কিছু জেনে রাখতে হয়। যেমন- সারভার সেটআপ, মেইল, ব্যাকআপ ইত্যাদি কাজে লিনাক্সের কমান্ড জেনে রাখতে হয়।

Picture Source

হ্যাকার ও সিকিউরিটিঃ  হ্যাকার এবং ওয়েব সিকিউরিটি নিয়ে যারা কাজ করে তাদের জন্য লিনাক্স অনেক জনপ্রিয় জায়গা।

ডেকস্টপ ব্যবহারঃ ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে যারা লিনাক্সকে পছন্দ করবেন তাদের শিখে নিতেই হবে।

লিনাক্সের অনন্য কয়েকটি বৈশিষ্ট্যের জন্যঃ লিনাক্স অন্য অপারেটিং সিস্টেমের চেয়ে অধিক নিরাপদ আর ফ্রি অপারেটিং সিস্টেম। তাই আসুন লিনাক্স শিখা শুরু করি।

কাদের লিনাক্স না শিখলেও চলবে?

আপনি যদি ভিডিও ইডিটিং বা গ্রাফিকস ডিজাইনার হন। তাহলে উইনডোজ অপারেটিং সিস্টেমই আপনার জন্য সেরা। তেমনিভাবে উপরের উল্লেখিত কোন কাজের সাথে যুক্ত না থাকেন তো লিনাক্স আপনি না শিখলেও পারেন।

 

 

 

Leave a Comment