DHCP কি? কিভাবে কাজ করে?

DHCP কি?

DHCP হলো Dynamic Host Configuration Protocol এটি ইন্টারনেট প্রটোকলের মধ্যে কাজ করে। নেওয়ার্কের ক্লাইন্ট কম্পিউটারে সয়ংক্রিয় আইপি এড্রেস বিতরণ করে। কোন নেটওয়ার্কের টারমিনালগুলোএকে অপরের সাথে আইপি এড্রেসের মাধ্যমে যোগাযোগ করে। আর সেই আইপি এড্রেস সাধারণত আমরা ঠিক করে দেই। কিন্তু DHCP প্রোটকল একটিভ থাকলে এর মাধ্যমে আইপি না বসিয়ে দিলেওএকটি আইপি পেয়ে যাবে।

এই ধরুন আপনার মোবাইল যখন কোন একটিওয়ইফাই নেওয়ার্কে যুক্ত হয় তখন একটি সয়ংক্রিয় আইপি পেয়ে যায়।

DHCP সারভার মূলতঃ নেটওয়ার্কে আইপি ঠিক করে দেয়। সাধারনতঃ গেটওয়ের রাউটার DHCP সার্ভিস প্রদান করে থাকে।

প্রয়োজনীয়তাঃ

  • ছোট নেটওয়ার্কে সাধারণত DHCP এর দরকার হয় না। হাতে বসিয়ে দওয়া যায়। কিন্তু একটু বড় নেটওয়র্কে আইপি বসানোর ঝামেলা এড়াতে DHCP দরকার হয়।
  • সবগুলো হোস্ট কিন্তু একই সময় নেটওয়ার্কে সংযুক্ত নাও থাকতে পারে। আর এজন্য আপি এড্রেস খরচ কমাতেও জুরি নেই।
  • একই আইপি যাতে একাধিক হোস্ট না বসাতে পারে সেটি সহজেই পরিচালনা করা যায়। এতে নেটওয়ার্ক এডমিনের অনেক ঝামেলাই কমে যায়।

[tutoadsense]

কিভাবে কাজ করে?

কোন কম্পিউটারকে DHCP এর মাধ্যমে আইপি পেতে হলে কম্পিউটারের আইপি এড্রেস অপশনে Obtain IP Automaticly সিলেক্ট করে দিতে হবে।

ip-change

[tutoadsense]

১. কম্পিউটার বুট হলে নেটওয়ার্কে কোন DHCP সারভার আছে কিনা খুজবে।

২. এবং সারভার রেসপন্স করে তার জন্য আইপি Offer করবে। সেই সাথে হোস্টের ম্যাক এড্রেসটি সংরক্ষণ করবে।

(একই সময় অন্য কম্পিউটার আইপি খুজলে তাকে ভিন্ন আইপি একই ভাবে অফার করা হবে)

৩. কম্পিউটারটি আইপিটি গ্রহণ করবে। এবং সারভারকে জানাবে যে আইপিটি গৃহীত হয়েছে।

৪. সারভার ম্যাক এড্রেস, আইপি এবং সময় গণনা শুরু করে দিবে। এই আইপি অন্য কোন কম্পিউটার/হোস্টকে দিবে না।

৫. নির্দিষ্ট সময় পরে আইপিটি খালি করে দিবে এবং আবার প্রদান করার জন্য প্রস্তুত হবে। যে সময় পর আইপিটি ফাকা হবে তাকে বলে Lease Time.

অনেক সময় DHCP সারভার আরো কিছু কাজ করে থাকে। যেমন- ম্যাক এড্রেস বাইন্ডিং। নির্দিষ্ট হোস্টকে সেইআইপি প্রদান করা। নির্দিষ্ট ম্যাকের জন্য নির্দিষ্ট আইপি বরাদ্দ করা। এটা সারভার এডমিনকে আগে থেকে নির্দিষ্ট করে দিতে হয়।

Leave a Comment