কালি লিনাক্স কি?

কালি লিনাক্স নতুন একটি লিনাক্স ডিস্টিবিউশন যা নিরপত্তা যাচাই করা, হ্যাকিং, ডাটা রিকভারি ইত্যাদির কাজের জন্য নির্মান করা হয়েছে। মূলতঃ কম্পিউটার নিরাপত্তা ও হ্যাকিং নিয়ে যারা কাজ করে তাদের জন্য প্রায় ৬০০ এর উপরে টুল সমৃদ্ধ কালি লিনাক্স অপারেটিং সিস্টেম।

অফেনসিভ সিকিউরিটি লিমিটেডের আর্থিক সহায়তায় তৈরীকৃত অপারেটিং সিস্টেমটির মূল ডেবিয়ান বেজড। ডেবিয়ানের প্যাকেজগুলো এই ডিস্ট্রোতে চলে।

কালি লিনাক্সের বেশ কিছু ফিচার উল্লেখ করা হলোঃ

১. কালি টুল সাইটের ৬০০ এর বেশি টুলস আছে যার অনেকগুলোই কালি লিনাক্স ছাড়া চলে না।

২. কালি লিনাক্স আগের মতোই ফ্রি। এর টুলগুলোও ফ্রি রাখার চেষ্টা করা হচ্ছে।

৩. কালি লিনাক্স সম্পুর্ণই পরিবর্তনযোগ্য। এটির কার্নেল পরিবর্তন করাকে সহজতর করা হয়েছে।

৪. এটি এআরএম বেজড হার্ডওয়্যার যেমন- Rasperberry Pi সাপোর্ট করে। অয়্যারলেস ডিভাউজ সাপোর্ট করার জন্য কম্পাটিবল করা হয়েছে।

ভিন্নতাঃ

অন্যান্য লিনাক্সের মতো করে ব্যবহার করার অপারেটিং সিস্টেম না এটা। শুধু মাত্র root ইউজার রাখা হয়েছে। ডিফল্ট সেটিং এ নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে। অল্প কিছু রিপোসিটরি রাখা হয়েছে যাতে অনেক কিছু করা সম্ভব নাও হতে পারে।

সবার জন্য?

এটি সবার জন্য না। যারা পেনেনটেশন টেস্টার, নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য এটি। গেম বা ওয়েব ডেভলপারদের জন্য এটি সুন্দর প্লাটফর্ম নাও হতে পারে।

 

 

Leave a Comment