গ্রো লাইট বা গাছের বাল্ব

গ্রো লাইট (Grow Light) হলো গাছের সালোক সংশ্লেশনের জন্য গাছের জন্য কৃত্তিম আলোর ব্যবস্থা। সূর্য থেকে যে আলো আসে তার মাধ্যমে গাছ পানি ও মাটির রাসায়নিক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরী করে। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে একই ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক বাতি তৈরী করা করা হয়েছে, যার মাধ্যমে সূর্যে আলোহীন যায়গায়ও গাছ বেঁচে থাকতে পারবে।

picture

মূলতঃ সৌখিন চারা গাছ ঘরের মধ্যে রোপন এবং বড় করার জন্যএটি ব্যবহার শুরু হলেও এখন বানিজ্যিক ভাবে এ বাল্ব দিয়ে ইনডোরে ফসল চাষ শুরু হয়ে গেছে।

মৌসুমি ফসল মূলতঃ সর্যের আলোর সময়কালের উপর ভিত্তি করে ফলন হয়। গ্রোলইটের মাধ্যমে ভিন্ন মৌসমেও ফলন করা হচ্ছে।

অনেক দেশে ভিন্ন ধারার বানিজ্যিক চাষ পদ্ধতিও গ্রোলাইটের মাধ্যমে শুরু হয়ে গেছে। রেক আকারে ধাপে ধাপে শাক-শব্জি চাষ করা হচ্ছে। একটি ফ্লোরে অনেকগুলো থাক বানিয়ে প্রতিটি থাকের উপরে লাইটের ব্যবস্থা করে এই চায় করা হয়।

Leave a Comment