আপনার নিজের তৈরি করা ছবিকে Piracy থেকে রক্ষা করুন Watermark বা জলছাপ ব্যবহার করে

Techround আপনার নিজের তৈরি
করা ছবিকে Piracy
থেকে রক্ষা করুন
Watermark বা
জলছাপ ব্যবহার করে|
অনেক সময় দেখা যায়
আপনি হয়তো অনেক
কষ্ট করে কোন পোস্ট
লিখলেন এবং পোস্টের
প্রয়োজনীয় ছবিগুলোও
আপনি অনেক সময়
নষ্ট করে একটা একটা
করে Screenshot
নিয়েছেন, আর কেউ
হয়ত আপনার এই
কষ্টের এক ক্লিকেই
চুরি করে ব্যবহার
করলো। আপনাকে
হয়তোবা একটি বারের
জন্য Credit দিলনা।
অনেকেই তার পোস্ট
চুরি হলে কিছু মনে
করেনা আবার
অনেকেই তাদের
পোস্টগুলোকে রক্ষা
করার চেষ্টা করে।
কিন্তু আমার
জানামতে যতদিন
Browser এর মেনু-বার
Active থাকবে ততদিন
আপনি আপনার লেখা
রক্ষা করতে পারবেন
না। কিন্তু আপনি যদি
আপনার তৈরি করা
ছবিতে Watermark
ব্যবহার করেন, তাহলে
খুব সহজেই এটিকে
রক্ষা করতে পারবেন
আবার আপনার site name
বা company name এর
উপরে শো করাতে
পারবেন। ফলে কেউ
যদি আপনার তৈরি
করা ইমেজ ব্যবহার
করে তাহলে অবশ্যই
তার আপনাকে Credit
দিতে হবে। এবার
তাহলে আসুন ধাপে
ধাপে আমরা জেনে নিই
কিভাবে আমরা একটি
Watermark তৈরি করতে
পারি এবং পরবর্তীতে
তা ব্যবহার করতে
পারি।
প্রথমেই ফটোশপে
একটি New Document
তৈরি করি।
New Document এ ক্লিক
করলে নিচের মত
উইন্ডো আসবে। এটা Ok
করুন।
নতুন document এ Text
tools এর সাহায্যে
আপনার সাইটের নাম
অথবা আপনার ইচ্ছা
মতো কিছু টাইপ করুন
তারপর লেখার সাইজ
বা ফন্ট সাইজ বাড়িয়ে
নিন
এবার নিচের ছবিতে
দেখানো Crop Tool
ব্যবহার করে
প্রয়োজনীয় অংশটুকু
সিলেক্ট করুন এবং
এন্টার প্রেস করুন
তারপর ফটোশপের
ডানপাশের Layer Panel
ওপেন করে। Opacity 25%
করে দিন।
তারপর আবার নিচের
ছবির দিকে লক্ষ
করুন এবং Background
Layer এর ভিজি-
বিলিটি অফ করে
দিন।
তারপর এই ফাইলটি
সেভ করুন এজন্য
নিচের ছবিতে Save for
web & devices লেখাতে
ক্লিক করুন
তাহলে নিচের মত
উইন্ডো আসবে। নিচের
ছবির মত PNG-24 select
করুন এবং Save এ
ক্লিক করুন।
ফাইল-নেম দিন এবং
Save এ ক্লিক করুন
এভাবেই আপনারা
Watermark বা জলছাপ
তৈরি করতে পারেন।
আর এই Watermark,
photoshop ওপেন করে যে
কোন ছবির উপর copy/
paste করে দিলেই
আপনারা এটি ব্যবহার
করতে পারবেন। তারপর
অল্প কিছু স্টেপ
আপনাদের দেখাচ্ছি,
প্রথমে আপনার
Watermark এর ফাইলটি
Open করতে হবে।
এজন্য File > Open এ যান
আপনার কাঙ্ক্ষিত
Watermark এর ফাইলটি
সিলেক্ট করে ওপেন এ
ক্লিক করুন।
ছবিটি ওপেন হবে।
এবার CTRL+A এবং
তারপর CTRL+C press
করুন
তাহলে Watermark copy
হয়ে যাবে। এবার
আপনি যে ছবিতে
Watermark দিতে চান
সেটির উপর ক্লিক
করে CTRL+V press করুন
দেখুন Watermark টি চলে
এসেছে । এবার এটিকে
আপনার ইচ্ছামতো
Placement করুন। দেখুন
এটা আপনার আসল
ছবির কোন ক্ষতি
করবে না।
Watermark Paste করার
পরে।
এভাবেই আপনারা
একবার একটি
Watermark তৈরি করে
রাখলে তা
পরবর্তীতেও ব্যবহার
করতে পারবেন। ভাল
থাকবেন সবাই। পিসি টিপস্ পেতে ভিজিট

Leave a Comment