জনপ্রিয় ৩ টি মেকআপ অ্যাপ্লিকেশন

কেমন আছেন সবাই আশাকরি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব স্মার্টফোন মেকআপ অ্যাপ্লিকেশন নিয়ে। মানুষ তার রুপের সৌন্দর্য ধরে রাখার জন্য নানান রকম চেষ্টা করে থাকে। আর সাজতে পছন্দ করেন না এমন নারী খুব কমই খুঁজে পাওয়া যাবে। সাজার অন্যতম মাধ্যাম হল মেকআপ করা। কোনো অনুষ্ঠানে বা প্রোগ্রামে যাওয়ার আগে নারীদের মেকআপে সময় ব্যয় করা লাগবেই লাগবে। তবে স্মার্টফোনের এই যুগে মেকআপেও লেগেছে স্মার্টের ছোয়া। এখন থেকে মেকআপ করতে খুব সহজে স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে পারেন।

এই জন্য রয়েছে নানা রকম স্মার্টফোনের অ্যাপ্লিকেশন। যে স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি ছবি তুলে তা এডিট করে মেকআপের পর কেমন লাগবে তা বোঝা যাবে। চলুন দেখে নেয়া যাক জনপ্রিয় ৩ টি মেকআপ অ্যাপ্লিকেশনের নাম।

১। পার্ফেক্ট থ্রি-সিক্সকিফাইভ।

top makupoverবিশ্বের সবচেয়ে সহজ ব্যবহারযোগ্য ভার্চুয়াল মেকআপ অ্যাপ্লিকেশন হল পার্ফেক্ট থ্রি-সিক্সকিফাইভ। এই স্মার্টফোন অ্যাপ্লিকেশন টি খুব সহজে ব্যাবহার করা যাই। আপনি আপনার প্রিয় সেলিব্রিটি এবং হটেস্ট সৌন্দর্য প্রবণতা দ্বারা অনুপ্রাণিত হলে এই মেকআপ দ্বারা ছবি কাস্টমাইজ করে দেখতে পারেন আপনাকে কেমন লাগবে।

অ্যাপটির ফিচারগুলো:-

১. এডিট করে যে কোনো ছবিতে পছন্দ মতো মেকআপের লুক আনা যাবে।

২. ছবিতে লিপস্টিক, আই শ্যাডো, আই লাইনার, মাশকারা, ব্লাশ-অন ইত্যাদি সংযোগ করা যাবে।

৩. এ ছাড়া রয়েছে পছন্দ মতো হেয়ার স্টাইপযুক্ত করার সুবিধা।

৪. সম্পূর্ণ অফলাইনের কাজ করবে অ্যাপটি। তাই ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।

৫. এডিটিং ভালোভাবে দেখার জন্য রয়েছে জুম সুবিধা।

৬. চাইলে নিদিষ্ট কিছু অংশ নির্বাচন করে এডিট করা যাবে।

সুন্দর এই এখান থেকে ডাউনলোড করুন।

২। ফটো ফেস মেকআপ।

foto face makupআরেকটি সুন্দর অ্যাপ হল ফটো ফেস মেকআপ। ছবির মতো আপনার মুখ রূপসজ্জাই ফোঁটাতে এই মেকআপ অ্যাপ্লিকেশনটি ব্যাবহার করতে পারেন। আপনার মুখ মেকআপ করলে কেমন লাগবে তা এই অ্যাপ্লিকেশনটি বলে দেবে।
অ্যাপটির ফিচারগুলো:-

১। আই পোদ্দার: ফটোতে চোখের ছবি কাস্টম করে আপনার চোখ প্রতিস্থাপন. বিভিন্ন চোখের রং সেটআপ।
২. চুল পোদ্দার: চুলের রংয়ের সাথে আপনার ছবি পরিবর্তন । বুর্গোইন চুল রং থেকে স্বর্ণকেশী চুল রূপান্তর

৩. লিপস্টিক: ফটোতে বিভিন্ন লিপস্টিক ব্যাবহার করে আপনার ঠোঁট আবেদনময়ি করতে উপলব্ধ করে।

৪.সম্পূর্ণ অফলাইনের কাজ করবে অ্যাপটি। তাই ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।
৫. ছবিতে উন্মুলয়িতা টুল ব্যবহার করে ব্রণ ফুস্কুড়ি মুছে ফেলা যাই

সুন্দর এই এখান থেকে ডাউনলোড করুন।

৩। মেকআপ মিনি।

makup miniঅত্যাধুনিক রং প্রসাধনী দ্বারা রূপসজ্জা মেকআপ করতে চাইলে অন্যতম স্মাটফোন অ্যাপ্লিকেশন হল মেকআপ মিনি। এটি একটি সম্পূর্ণ নতুন স্তর ভার্চুয়াল মেকআপ অ্যাপ। যে একটি অ্যাপ্লিকেশন দ্বারা আপনি সেকেন্ডের মধ্যে প্রসাধনী রং ব্যাবহার করে আপনার রূপকে বিভিন্ন মাত্রার দেখাতে চেষ্টা করতে পারেন।

অ্যাপটির ফিচারগুলো:-

১. আপনার নিজের ছবির উপর মেকআপ ব্যবহার করতে পারবেন।

২. নতুন ভাবে নিজের মুখের স্বীকৃতি
৩. স্বয়ংক্রিয়ভাবে প্রসাধনী ব্যাবহার করা জাই।

৪. এই অ্যাপ্লিকেশনে বাস্তবধর্মী প্রসাধনী পণ্য ব্যাবহার করা হয়েছে।
সুন্দর এই এখান থেকে ডাউনলোড করুন।

আজ এখানে শেষ করছি আশাকরি সামনের দিন আপনাদের সামনে আরও নতুন কিছু নিয়ে হাজির হতে পারব।

Leave a Comment