ফরেক্স ট্রেড করুন সরাসরি ব্যাংকে

যারা ফরেক্স করেন আজকের পোস্ট তাদের জন্য।  আমরা জানি ফরেক্স ব্রোকার এর সমস্ত ট্রেড ক্লিয়ার হয় ব্যাংক থেকে এই ব্যাংক গুলোকে ফরেক্সের ভাসায় বলা হয় লিকুইডিটি প্রভাইডার বা এল পি। আবার অনেক ব্রোকার আছে যারা  নিজেই মার্কেট মেকিং করে যেমন Instaforex Octa FX  Hot Forex, ইত্যাদি এদেরকে বলা হয় ডিলিং ডেস্ক ব্রোকার এইসব ব্রোকার এর নো ডিলিং ডেস্ক একাউন্ট সুবিধাও থাকে সভাবতই ডিলিং ডেস্ক এ কিছু অসুবিধা আছে আর যেমন Re-quotes , Spread বেশি ইত্যাদি তবে সুবিধা হল অনেক কম টাকা নিয়ে শুরু করা যায় যা নতুনদের জন্য ভালো কিন্তু নো ডিলিং ডেস্কে ট্রেডিং হল একচুয়াল ট্রেডিং যাই হোক, যারা ফরেক্স ট্রেড করেন তারা ভালো করেই তা যানেন আজ আমি আপনাদের যানাবো কিভাবে সরাসোরি ব্যাংকে ফরেক্স ট্রেড করা যায় ।

ফরেক্স ট্রেডিং এর সুবিধা দিচ্ছে এমন ব্যাঙ্ক অনেক-ই আছে এর মদ্ধে অন্যতম E* Trade Bank US কিন্তু এরা বাংলাদেশি ক্লাইন্ট সাপোর্ট করে না এছারা সুইশ অনেক ব্যাঙ্ক আছে তবে ওনারা আবার MT4 সাপর্ট করে না আর একাউন্ট করতে অনেক টাকা প্রয়জন আমি এমন ব্যাঙ্ক এর কথা বলব যার একাউন্ট ওপেন  করা ও সহজ এবং যারা MT4 ও সাপোর্ট করে। এই Bank এর নাম Sexo Bank এরা 1992 সাল থেকে ফরেক্স ব্রোকার সাফল্যের সাথে তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে ।

Sexo Bank Licensed Bank In Denmark – License NO – 1149

এদের আন্তোর্জাতিক অফিস আছে – United Kingdom, Switzerland, Singapore, Spain, Hong Kong, Panama, France, Belgium, Netherlands, Italy, Czech Republic, Russia, Turkey, Greece, Cyprus, United Arab Emirates, Japan, Australia, Uruguay, Poland, South Africa, Brazil, India.

এরা FCA UK এবং MIFID থেকে ও রেগুলেটেড সর্বোপরি এরা একটি প্রতিষ্টিত ব্যাংক যা ব্রোকার থেকে অনেক ভালো ও নিরাপদ

আর সবচেয়ে ভালো করা হল Saxo Bank mt4 সাপর্ট করে এবং FX Spread Back ও Sexo Bank সাপর্ট করে।

 

Saxo Bank এ mt4 সরাসরি পাবেন না এই লিঙ্কক্লিক করে জয়েন করুন পেতে হলে যেহেতু ব্যাংক তাই সরাসরি একাউন্ট করা যাবে না একজন Introducer লাগবে আমার এই লিঙ্কক্লিক করে যয়েন করুন।

 

আরো কিছু জানতে হলে কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করুন ।

কোন কিছু দরকার হলে ফেসবুকে আমিঃ www.facebook.com/jalalonline

আমাকে ই-মেইল করুনঃ jalalonline01@gmail.com

আমাদের ফেসবুক পেজঃ www.facebook.com/forexdunia

 

পোস্টটি সর্ব প্রথম টেকসময় ব্লগে প্রকাশিত ।

Leave a Comment