কেমন আছেন সকলে, বসায় বসে বসে তো আর ভাল লাগে না তাই না, কি আর করার দেশের এই রকম পরিস্তিতিতে বাহিরে বেড় হওয়ার চেয়ে বাসায় বসে বসে গেম খেলুন। তো দেরি কেন আসুন সময় পার করি IGI ২ গেম টি খেলি।
IGI 2:
আপনারা অনেকেই এই প্রজেক্ট IGI ২ গেম সম্পর্কে জানেন। আজকে আমি আপনাদের সঙ্গে এই গেম টি শেয়ার করবো। গেমটি মূলত ১.২৭ জিবি । কিন্তু আমি আপনাদের এর চম্প্রেসস ফাইল দিচ্ছি যার মাধ্যমে আপনি সহজেই তা ডাউনলোড করে খেলতে পারবেন। গেমটির সম্পর্কে বিস্তারিত জানতে ভিসিত করুন এখানে।
গেম টিম খেলতে আপনার পিসি এর মিনিমাম যা যা থাকতে হবেঃ
- প্রেসেসরঃ মিনিমাম ডুয়েল কোর।
- রেম ৫১২ এমবি।
- ভিডিও মেমোরি ৬৫ এমবি।
আমার পছন্দের একটি গেম। আপনার ভাল লাগবে আশা করি। তো খেলুন ও মজা নিন।
ফাইল সাইজঃ ১৭৬ এমবি
শেয়ার ফাইলঃ ডাউনলোড
ফাইল সয়াপঃ ডাউনলোড
ডাউনলোড করতে সমস্যা হবে না আশা করি। তার পরো যদি হয় তাহলে কমেন্ট করে জানাবেন।
Offroad Racers:
রসিং এই গেমটি খেলতে অনেক মজা পাবেন আশা করি। গেমটি সম্পর্কে ও বিস্তারিত জেনে নিতে পারবেন এখান থেকে।
ফাইল সাইজঃ ৬৯ এমবি

ফাইল সাইজঃ ১৬ এমবি
আপনি যদি সময় পান তাহলে আমার সফটওয়্যার এর সাইট SARKARFILE থেকে ঘুরে আসতে পারেন যেখানে রয়েছে আপনাদের জন্যই প্রয়োজনীয় কিছু ফুল ভার্সন সফটওয়্যার, সাইট টি আপনাদের ভাল লাগতে পারে আশা রাখি। সাইট টি ভিসিট করুন
এখান থেকে ।
ভুলত্রুটি হলে ক্ষমা করবেন, অথবা কমেন্ট করে আমাকে জানাবেন। ভাল থাকুন সবাই।
very nice post.
First Bangladeshi Latest Online Newspaper.please visit this site:
http://www.khaskhabor.com/
ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কালেকশণ সবসময়ই ভাল হয় ।
কিন্তু সব ডাউনলোড লিংক ভাল হয় না।
প্রায় ২০% ডাউনলোড লিংক কাজ করে না।
আপনার একটু যত্নবান হওয়া জরুরী।
আপনার নিজ স্বারথে আমাদের সময় নষ্ট করবেন না।