থ্রিডি স্টুডিও ম্যাক্স এ ফ্রি ক্যামেরা (Free Cameras) স্থাপনের পদ্ধতি

ঃ ফ্রি ক্যামেরা (Free Cameras) স্থাপনের জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

  • Create Panel থেকে Cameras  অপশনটি সিলেক্ট করুন।
  • এবার Object Type Rollout থেকে Free বাটনে ক্লিক করুন।
  • ভিপোর্টের সেখানে ক্যামেরাটি স্থাপন করা প্রয়োজন মেখানে মাউসের লেফট বাটনে ক্লিক করুন।
  • এবার প্যারামিটারের বিভিন্ন অপশন প্রয়োজন অনুযায়ী সেট করে নিন।
  • ক্যামেরাকে বিভিন্নভাবে সাজিয়ে ( স্থানান্তর এবং রোটেট করে) ভিউপোর্টে তৈরিকৃত অবজেক্টের উপর উক্ত ক্যামেরাটিকে স্থাপন করতে হবে।

টার্গেট ক্যামেরা (Target Cameras) ভিউপোর্টের নির্দিষ্ট কোন অবজেক্টের সামগ্রিক অবস্থা পর্যবেক্ষন করার জন্য টার্গেট ক্যামেরার (Target Cameras)  প্রয়োগ করা হয়। কোন Path এর উপর নির্ভর না করে ক্যামেরা কে যদি স্থানান্তর করার প্রয়োজন না হয় সেক্ষেত্রে টার্গেট ক্যামেরা (Target Cameras) ব্যবহৃত হয়। ভিউপোর্টে ক্যামেরা তৈরির পর ভিউপোর্টের ক্যামেরা পয়েন্ট পরিবর্তন করে নিতে হয়। যখন ক্যামেরা অ্যাকটিভ করা হবে তখন ক্যামেরা নেভিগেশন বাটন গুলো সচল হবে। যার মাধ্যমে ভিউপোর্টে ক্যামেরাকে বিভিন্নভাবে স্থাপন করা যায়।

কীবোর্ড থেকে C প্রেস করলে ভিউপোর্ট ক্যামেরা ভিউপোর্টে পরিবর্তিত হবে এবং ভিউপোর্ট নেভিগেশন কন্ট্রোলে বাটন গুলো দেখা যাবে।

এগুলো হলো ক্যামেরা নেভিগেশন কন্ট্রোল। এখানে যে বাটনগুলো থাকে সেগুলো হলো ঃ

  • Dolly Camera, Target Or Both
  • Perspective
  • Roll Camera
  • Zoom Extents All
  • Field of View
  • Truck Camera
  • Orbit/Pan Camera
  • Min/Max Toogle

ভিউপোর্টে উল্লিখিত ক্যামেরা বাটন সমূহ থেকে যেকোন ক্যামেরা সিলেক্ট করা হলে প্রত্যেকটির একাধিক অপশন ক্যামেরা বা লাইট অপশন প্রদর্শিত হবে। কোন অবজেক্টে ক্যামেরা অপশন প্রয়োগ করার পর যদি তা বাতিলের প্রয়োজন হয় তবে Main Tool bar থেকে Undo বাটনটিতে ক্লিক করতে হবে অথবা কীবোর্ড থেকে Ctrl এবং Z কী দ্বয়  একত্রে চাপুন তাহলে সবশেষে দেওয়া কমান্ডটি বাতিল হয়ে যাবে।

টার্গেট ক্যামেরা (Target Cameras) স্থাপনের পদ্ধতি টার্গেট ক্যামেরা (Target Cameras) স্থাপনের জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

  • Create Panel থেকে Cameras  অপশনটি সিলেক্ট করুন।
  • এবার Object Type Rollout থেকে Target বাটনে ক্লিক করুন।ভিপোর্টের সেখানে ক্যামেরাটি স্থাপন করা প্রয়োজন মেখানে মাউসের লেফট বাটনে ক্লিক করুন।
  • এবার প্যারামিটারের বিভিন্ন অপশন প্রয়োজন অনুযায়ী সেট করে নিন।
  • ক্যামেরাকে বিভিন্নভাবে সাজিয়ে ( স্থানান্তর এবং রোটেট করে) ভিউপোর্টে তৈরিকৃত অবজেক্টের উপর উক্ত ক্যামেরাটিকে স্থাপন করতে হবে।

Leave a Comment