থ্রিডি স্টুডিও ম্যাক্স এর কমান্ড সম্পর্কিত আলোচনা

থ্রিডি স্টুডিও ম্যাক্স এ তৈরিকৃত অবজেক্ট সমূহের সুন্দর ও দৃষ্টিনন্দন উপস্থাপনের জন্য বিভিন্ন কমান্ড তৈরি করা হয়। এই প্রোগ্রামে একই কমান্ডকে বিভিন্নভাবে প্রয়োগ করা যায়। নিচে কমান্ড প্রয়োগের পদ্ধতি গুলো আলোচনা করা হলোঃ

মেন্যুবারের সাহায্যেঃ

কীবোর্ড বা মাউস ব্যবহার করে মেন্যুবারের সাহায্যে কমান্ড প্রয়োগ করা হয়। মাউস ব্যবহারের সময় মেন্যুবারের যে কমান্ডটি প্রয়োগ করা হবে সেটির উপর মাউস পয়েন্টার নিয়ে মাউসের লেফট ক্লিক করতে হয়। উক্ত কমান্ডের সাব সেন্যু সমূহ প্রদর্শিত হলে একই ভাবে সাব কমান্ড প্রয়োগ করতে হয়।

কীবোর্ডের সাহায্যে মেন্যুবারের কমান্ড প্রয়োগের সময় Alt কী চেপে ধরে মেন্যুবার সচল বা অ্যাকটিব করতে হয়। এরপর কার্সর মুভমেন্ট কী এর সাহায্যে কার্সরকে প্রয়োজনীয় কমান্ড এর উপর স্থানান্তর কেও কীবোর্ড হতে এন্টার কী চাপতে হয়। কমান্ড বাতিল করার জন্য কীর্বোড হতে Esc কী চাপতে হয়।

আইকন ব্যবহার করেঃ

ম্যাক্সে টুলবারের বিভিন্ন আইকনের  সাহায্যে কমান্ড প্রয়োগ করা অত্যন্ত সহজ ও সুবিধাজনক। প্রয়োজনীয় অবজেক্ট বা অবজেক্ট সমূহকে সিলেক্ট করে যে কমান্ডটি প্রয়োগ করা প্রয়োজন উক্ত আইকনটির উপর মাউস পয়েন্টার স্থানান্তর করে মাউসের লেফট বাটনে ক্লিক করতে হয়।

কীবোর্ডের সাহায্যেঃ

এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল ম্যাক্স এর কীবোর্ড  শর্টকাট গুলো আপনাদের সামনে তুলে ধরা। আপনারা জানেন কীবোর্ডের মাধ্যমে শর্টকাট কী বা কমান্ড ব্যবহার কেও যেকোন প্রোগ্রামের কার্যাবলিকে ¯^í সময়ে আকর্ষনীয় করে সাজানো যায়। ম্যাক্স ও এর ব্যতিক্রম নয়। শর্টকাট কমান্ড প্রয়োগের জন্য সাধারণত একাধিক কী ব্যবহার করতে হয়। বেশিভাগ ক্ষেত্রে দুইটি কী ব্যবহার করতে হয়। এছাড়া অনেক ক্ষেত্রে দুইয়ের অধিক কী ব্যবহারেরও প্রয়োজন হয়। ম্যাক্স এর শর্টকাট কমান্ড গুলো তালিকা আকারে নিচে দেওয়া হলোঃ

User Interface Function

Keyboard Shortcut

New Scene Ctrl+N
Open Scene Ctrl+O
File Save Ctrl+S
Undo Ctrl+Z
Redo Ctrl+A
Hold Alt+Ctrl+H
Fetch Alt+Ctrl+F
Delete Objects Del
Transform Type-In F12
Align Alt+A
Normal Align Alt+N
Place Highlight Ctrl+H
Material Editor M
Spacing Tool Shift+I
View Port Background Alt+B
Update Background Image Alt+Shift+Ctrl+B
Match Camera to View Ctrl+C
Redraw All Views 1
Exit 3ds max Ctrl+X
Show Last Rendering Ctrl+I
MAX Script Listener F11
Close to Help Viewer Alt+F4
Switch between the help and other window Alt+Tab
   
Display the Option Alt+O
Hide or Show Navigation Pane Alt+O then Press T
Adaptive Degradation Toggle O
Adaptive Perspective Grid Toggle Shift+Ctrl+A
Animate Mode Toggle A
Angle Snap Toggle N
Back View K
Background Lock Toggle Alt+Ctrl+B
Backup Time one unit ,(Kgv)
Bottom View B
Camera view C
Cycle Selection Method Ctrl+F
Default Lighting Toggle Ctrl+L
Disable View port D
Display Edge Only Toggle Ctrl+E
Display First Tab Alt+1
Forward Time One Unit . (Period)
Freeze Selection 6
Front View F
Go to End Frame End
Go to Start Frame Home
Hide Camera Toggle Shift+C
Hide Geometry Toggle Shift+O
Hide Grid Toggle G
Hide helper Toggle Shift+H
Hide Light Toggle Shift+L
Hide Particle System Toggle Shift +P
Hide Space Wrap Toggle Shift +W
Lock User Interface Alt+0 (Zero)
Match Camera to View Ctrl +C
Maximize View port W
Nudge Grid Down – (Minus numeric key pad)
Nudge Grid Up + (Plus numeric key pad)
NURBS Shaded Lattice Toggle Alt+ L, Ctrl+4
NURBS Tessellation Preset 1 Ctrl + 1
NURBS Tessellation Preset 2 Ctrl + 2
NURBS Tessellation Preset 3 Ctrl + 3
Pan View Ctrl +P
Pan View port I
Perspective View P
Play Animation / (Forward Slash)
Quick Render Shift + Q
Redo View port Operation Shift +A
Redraw All Views 1 (One)
Render Last Shift + E, F9
Render Scene Shift +R, F10
Restrict Plane Cycle F8
Restrict to X F5
Restrict to Y F6
Restrict to Z F7
Right View port R
Rotate View Mode Ctrl +R, V
Top View T
Track View Port E
View port Background Alt + B
View port Box Mode Toggle Shift +B
Virtual View Port Pan Down 2 (numeric keypad)
Virtual View Port Pan Left 4 (numeric keypad)
Virtual View Port Pan Right 6 (numeric keypad)
Virtual View Port Pan Up 8 (numeric keypad)
Virtual View Port Toggle 1 (numeric keypad)
Virtual View Port Zoom In 7 (numeric keypad)
Virtual View Port Zoom Out 9 (numeric keypad)
Zoom All Mode Alt + Ctrl+ Z
Zoom Extents All Shift + Ctrl +Z
Zoom View port In [
Zoom view port Out ]

 

 

Leave a Comment