ড্রিমওয়েভার ইন্সটলেসন [পর্বঃ ০২]

আপনার পিসি এ ড্রিমওয়েভার ইন্সটল করার জন্য প্রথমে এখান থেকে ড্রিমওয়েভার সফটওয়্যারটি ডাউনলোড করে নিন । সফটওয়্যার সাইজ ৪৯ মেগাবাইট । সফটওয়্যারটি ৩০ দিনের ট্রায়াল । সাথে সিরিয়াল কি দেওয়া আছে ।

ড্রিমওয়েভার ইন্সটল করার জন্য পিসির মিনিমাম রিকোয়ারমেন্টঃ

  • ইন্টেল পেন্টিয়াম প্রসেসর বা তার সমমান ।
  • ১২৮ মেগাবাইট মেমোরি ।
  • ৩০০ মেগাবাইট হার্ডডিস্ক স্পেইস ।
  • উইন্ডোজ ৯৮, এক্সপি, সেভেন অথবা এইট (৩২ & ৬৪ বিট) ।

সফটওয়্যারটি ডাউনলোড করা শেষ হলে প্রথমে সফটওয়্যারটি আনজিপ করুন । আনজিপ করার সফটওয়্যার না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন । এবার সফটওয়্যারটি ইন্সটল করার জন্য ‘Setup.exe’ ফাইলটি রান করান;

এবং ‘Next’ বাটনে ক্লিক করুন;

1

পুনরায় ‘Next’ বাটনে ক্লিক করুন;

2

আবারো ‘Next’ বাটনে ক্লিক করুন। এখানে ড্রিমওয়েভার এর সিরিয়াল কি চাইতে পারে । সিরিয়াল কি চাইলে ‘Serial.txt’ ফাইল থেকে সিরিয়াল নম্বরটি দিন;

4

আপনি কোন কোন প্রোগ্রাম এডিটরসহ মাইক্রোমিডিয়া ড্রিমওয়েভার ইন্সটল করতে চাচ্ছেন তা উপরে চিহ্নিত করুন । সবগুলো প্রোগ্রাম এডিটর ইন্সটল করতে কোনরকম পরিবর্তন না করে পুনরায় ‘Next’ বাটনে ক্লিক করুন;

5

এবার আপনার সফটওয়্যার ইন্সটলের প্রক্রিয়া শুরু হবে;

7

এখানে কিছুক্ষন সময় অপেক্ষা করতে হতে পারে । ইন্সটলের প্রক্রিয়া ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

8

সফটওয়্যারটি সঠিকভাবে ইন্সটল হলে উপরের চিত্রের মত প্রদর্শিত হবে ।

এবার, Start>All Programms>Micromedia Dreamweaver MX রান করান ।

ধন্যবাদ আপনাকে আমার টিউটোরিয়ালটি পড়ার জন্য ।

1 thought on “ড্রিমওয়েভার ইন্সটলেসন [পর্বঃ ০২]”

Leave a Comment