“Grant access to your account” – জিমেইল এর একটি দারুন উপকারী অপশন

আপনার জিমেইল এ্যাকাউন্টটা বেশ কয়েকজন মিলে ব্যাবহার করা লাগবে, কিন্তু সবাইকে পাসওয়ার্ড দিলে কেও যদি পাসওয়ার্ড চেন্জ করে ফেলে তাহলে অন্যরা সমস্যায় পরবে। এই জাতীয় প্রয়োজনে আপনি জি মেইল এর Grant access to your account অপশনটা ব্যাবহার করতে পারেন।

gmail

Grant access to your account চালু করার জন্য

১. জিমেইল এর সেটিং এ যান।

২. Accounts ট্যাব যান।

৩. Grant access to your account এই অপশনটাই ব্যবহার করব।

৪. Add another account অপশন থেকে অন্য যে এ্যাকাউন্টকে এ্যাকসেস দেবেন তাকে যোগ করুন।

বাকিটুকু নিজেই বুঝতে পারবেন,

যে এ্যাকাউন্টকে Grant access দেবেন তাতে একটা মেইল যাবে, এবং ঐ মেইলটার লিঙ্ক থেকে অপশন চালু করলে আনুমানিক আধাঘন্টা পর থেকে গ্রান্ড একসেস চালু হয়ে যাবে।

২য় এ্যাকাউন্ট এর সাইন আউট এ গেলে Grant access দেওয়া মেইল এড্রেস ব্যবহার করার অপশন দেখা যাবে। তবে জিমেইল এর বেসিক এইচটিএমএল মোডে এটা পাওয়া যাবে না। স্ট্যান্ডার্ট ভিউ অপশন এ থাকতে হবে।

Leave a Comment