ই-কমার্স মডেলঃ [পর্ব-০৩]

আপনি যদি ই-কমার্স সাইট তৈরি করতে চান তাহলে আপনাকে কিছু জিনিস অবশ্যই মাথায় রেখে শুরু করতে হবে । এজন্য আপানাকে প্রথমেই আপনার ই-কমার্স সাইটের মডেল তৈরি করতে হবে । অর্থাৎ, আপনার সাইটটি কি ধরনের হবে? তা পরিকল্পনা করতে হবে । তাই আপনি যদি ই-কমার্স সাইটের মাধ্যমে ব্যবসা শুরু করতে চান তাহলে নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেনঃ

  • ই-কমার্স সাইট তৈরি করার জন্য প্রথমেই চিন্তা করুন আপনি কি ধরনের ই-কমার্স সাইট তৈরি করতে চান? অর্থাৎ, আপনার ই-কমার্স সাইটে কি কি পণ্য বিক্রি করবেন? প্রথমে আপনি কেমন অর্থ বিনিয়োগ করবেন? এক্ষেত্রে, আপনি আপনার বাজেট এর উপর ই-কমার্স সাইটের ধরন নির্ধারণ করতে পারেন ।
  • আপনি যেসব পণ্য নিয়ে ই-কমার্স ব্যবসা শুরু করবেন সেসব পণ্যের বাজারে চাহিদা কেমন? এক্ষেত্রে, বেশী চাহিদাসম্পন্ন পণ্য বেছে নিন ।
  • অনলাইন এ পণ্য কেনার সময় ক্রেতা কিভাবে টাকা পরিশোধ করবেন? অর্থাৎ, কোন মাধ্যমে পেমেন্ট করবেন? এছাড়া, ক্রেতা আগে টাকা পরিশোধ করবে না ক্রেতা পণ্য হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করবে? পেমেন্ট সিস্টেম হিসেবে আপনি ক্রেডিট কার্ড এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিং (যেমন; বিকাশ, ডাচ বাংলা ইত্যাদি) বেছে নিতে পারেন ।
  • আপনি কিভাবে ভোক্তার কাছে পণ্য সরবারাহ করবেন? অর্থাৎ, ভোক্তা কিভাবে পণ্য হাতে পাবেন? পণ্য পৌঁছে দেওয়ার জন্য আপনাকে বেশ কিছু মাধ্যম ব্যবস্থা করতে হবে যেমন; কোরিয়ার, ডাক ব্যবস্থা ইত্যাদি ।

ই-কমার্স ব্যবসা শুরু করতে হলে উপর্যুক্ত দিক মাথায় রাখবেন ।

3 thoughts on “ই-কমার্স মডেলঃ [পর্ব-০৩]”

  1. http://bikroy-mela.com/
    আপনার প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যেতে হলে নিজের প্রতিষ্ঠানকে সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে হলে[ বিক্রয় – মেলা ডট কম ]হল অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আর আপনি যদি অনলাইনে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা ভেবে থাকেন, তবে নিশ্চিন্তে[ বিক্রয় – মেলা ডট কম ]কে বেছে নিতে পারেন। ই–কমার্সে আপনার সাফল্যের নিশ্চয়তা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। উন্নত কাস্টমার সার্ভিস প্রদানে সাহায্য করে স্বল্পব্যয়ে বিজ্ঞাপন দেয়া যায় নিমিষেই। প্রিন্টমিডিয়ার তুলনায় সাশ্রয়ী খরচে বিজ্ঞাপন দেয়া যায়। [ বিক্রয় – মেলা ডট কম ]এর মাধ্যমে অসংখ্য মানুষের কাছে আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্ট পৌঁছে দিতে পারেন সহজেই।
    [ বিক্রয় – মেলা ডট কম ]হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সাইট প্রমোশনের সবচেয়ে সহজ ও টেকসই মাধ্যম।[ বিক্রয় – মেলা ডট কম ]এর মাধ্যমে সরাসরি লিংক মার্কেটিং করা যায় এবং সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। [ বিক্রয় – মেলা ডট কম ]এর মাধ্যমে অল্প পরিশ্রমে আপনার পন্যটি জনপ্রিয় করতে পারেন।[ বিক্রয় – মেলা ডট কম ]এ নিবন্ধন এর জন্য অর্থের প্রয়োজন হয় না। বিক্রয় -মেলা ডট কম এ ব্যবসার জন্য আপনাকে উচ্চ ফি ব্যয় করতে হবেনা। [ বিক্রয় – মেলা ডট কম ]এর মাধ্যমে পন্যের বিক্রয়কৃত কমিশন অল্প হওয়ার কারণে প্রতিষ্ঠানের অসংখ্য আয়ের সুযোগ রয়েছে। একজন খুচরা বিক্রেতা আপনার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসামগ্রী খুব সহজেই আমদানি করতে পারবেন । জন প্রিয় হয়ে উঠছে অনলাইন শপিং তাই আর দেরী না করে এক্ষুনি কর্পোরেট ইউজার নিবন্ধন করুন।

Leave a Comment