কম্পিউটারের সম্পূর্ণ হার্ড ডিস্ক ফরম্যাট করবেন যে ভাবে।

এই পোষ্ট টি নিজ দায়িত্বে পড়ুন কোন প্রকার ক্ষতি হলে ব্লগ কর্তৃপক্ষ দায়ী নয়:

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক দোয়া এবং মহান আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। কিছু কিছু সময় আমাদের কম্পিউটারের পুরা হার্ডডিস্ক ফরম্যাট করার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা যেটা করি সেটা হল উইন্ডোজ দেওয়ার সময় ফরম্যাট বা পার্টিশন দিয়ে নিই। কিন্তু আপনি চাইলে মাত্র একটা ডাবল ক্লিক করে সম্পূর্ণ হার্ডডিস্ক ফরম্যাট করে নিতে পারেন। এই জন্য আপনার কম্পিউটারের নোটপ্যাড ওপেন করে নিচের কোড গুলো লিখুন:

010010110001111100100101010101010100000111111 00000

এবার এটিকে format.exe নামে সেভ করুন। এখন আপনি আপনার পুরা হার্ডডিস্ক ফরম্যাট করতে চাইলে এর উপর মাত্র একটা ডাবল ক্লিক করুন। দেখবেন আপনার সম্পূর্ণ হার্ডডিস্ক পুরা নতুন বনে গেছে।
ধন্যবাদ সবাইকে।

Leave a Comment