ওয়ার্ডপ্রেস এ ডিফল্টভাবে ফিচার ইমেজ যোগ করুন

ফিচার ইমেজ হচ্ছে পোষ্টের শিরনামের ডান পাশে যে ইমেজটি থাকে । ফিচার ইমেজ ব্লগ পোষ্টকে আকর্ষণীয় করে তুলে ।   সাধারণত ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরি করতে ফিচার ইমেজ ব্যবহৃত হয় ।  আর আপনার ব্লগটি যদি কমিউনিটি ব্লগ হয় তাহলে আপনার জন্য এই পদ্ধতি বিশেষভাবে সহায়ক । কেননা, অনেক ব্যবহারকারী আছেন যারা পোষ্ট করার পর ফিচার ইমেজ যোগ না করেই পাবলিশ দিয়ে দিন কিংবা ফিচার ইমেজ যোগ করতে ভুলে যান । ফলে, ব্লগ পোষ্টটি তেমন আকর্ষণীয় দেখায় না ।

ওয়ার্ডপ্রেস ব্লগে ডিফল্টভাবে ফিচার ইমেজ যোগ করতে ‘Default featured image’ প্লাগিনটি ব্যবহার করতে হবে । এই প্লাগিনটি ব্যবহার করলে আপনি যদি কোন পোষ্ট ফিচার ইমেজ নাও ব্যবহার করেন তবুও আপনার বাছাইকৃত ফিচার ইমেজটি ডিফল্টভাবে যোগ হবে ।

প্রথমে এখান থেকে ‘Default featured image’ প্লাগিনটি ডাউনলোড করে নিন ।

১ম ধাপঃ

  1. আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করুন ।
  2. Dashboard>Plugins>Add New এ যান ।
  3. এবার প্লাগিন টি ইন্সটল করুন ।
২য় ধাপঃ
প্লাগিনটি ইন্সটল কারার পর, Dashboard>Settings>Default featured image এ যানsshot-1
উপরের প্রদর্শিত চিত্রের মত ‘Select Default featured image’ ইমেজ এ ক্লিক করুন এবার আপনি যেই ফিচার ইমেজটি দিফলতভাবে সেট করতে চান সেটি আপলোড করুন । আপলোড করার পর ফিচার ইমেজটির সাইজ বাছাই করুন যে এটি কত পিক্সেল হবে । সাধারণত একটি ব্লগের ফিচার ইমেজ ১৫০x১৫০ পিক্সেল হয়ে থাকে । সবশেষে ‘Save Change’ বাটনে ক্লিক করুন ।

আশা করি কোন সমস্যা হবেনা ।

-ধন্যবাদ সবাইকে ।
আপনি টিউটোরিয়াল মেলা থেকে অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন।

Leave a Comment