দেখে নিন পৃথিবীর প্রথম এলার্ম ক্লক ব্রাশ!

পৃথিবীর কিছু মানুষ আছেন যারা  স্বাভাবিকভাবেই ঝরঝরে সকালে উপভোগ করতে পারেন। ঠিক সময়ে ঘুম থেকে জেগে উঠেই বাথরুমে প্রবেশ করে তাদের কাজ হয় দাত মাজা। আবার আরেক ধরণের মানুষ আছেন যারা কখনই নিজে নিজে ঠিক সময়ে ঘুম থেকে উঠতেই পারেন না সময়ে সব কাজ করবেন তা তো আরো পরের ব্যাপার! এদের কথা চিন্তা করেই মূলত আবিষ্কৃত হল পৃথিবীর প্রথম এলার্ম ক্লক ব্রাশ ! কি শুনেই অবাক লাগছে না ব্যাপারটা? দাত মাজার ব্রাশের মধ্যে এলার্ম ক্লক যে কিনা আলসে মানুষদের ঘুম ভাঙাবে!
পণ্যটির নির্মাতা ওয়েকি(wayki)। তাই ব্রাশের নাম রাখা হয় ওয়েকি এলার্ম ক্লক ব্রাশ।

Wayki-Alarm-Clock-Toothbrush
ডেভিড হকিংস এর সকালবেলা বিছানা ছাড়তে কষ্ট  হতো প্রতিদিন। তিনি চিন্তা করলেন যে তার ২ পাশ থেকে ধাক্কা প্রয়োজন বা তার ২ পাশে কেও যদি বিরক্ত করে যেত! তিনি একটি এলার্ম ঘড়ি ব্যহার করতেন যা বিছানার নিকটে থাকতো। ঘুম ভাঙার সাথে সাথে এটি অফ করে দেয়া যায় এরকম দুরত্বে, সুতরাং এটি অফ করা সহজ। এমন একটি এলার্ম যদি বাথরুমে থাকে তাহলে কেমন হয়! এই ভাবনা থেকেই তিনি ব্রাশের মধ্যে এলার্ম ক্লক বসানো নিয়ে কাজ শুরু করেন । এখনও এটি নির্মানাধীন।
Wayki-Alarm-Clock-Toothbrush-Photo
বাজারে এখনই পণ্যটির অনেক চাহিদা করছে সবাই। পণ্যটির খুচরা মূল্য $১৫০ এর মধ্যে রাখা যাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment