ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) টিউটোরিয়াল-পর্ব-ছয়ঃ একাউন্ট সাসপেন্ড আনসাসপেন্ড করা

একাউন্ট সাসপেন্ড করা মানে হল সাইটটি সাময়িকভাবে অচল রাখা। সাসপেন্ড করলে সাইট দেখা যায়না। সিপ্যানেল WHM এ ও লগিন করা যাবেনা। অর্থাৎ কার্যক্রম সব স্থগিত থাকবে।
বিভিন্ন কারণে একাউন্ট সাসপেন্ড করার প্রয়োজন পরে। এসকল সাসপেন্ড সাইটকে আবার সচল করার জন্য আনসাসপেন্ড করার প্রয়োজন পরে।
যেভাবে সাইট সাসপেন্ড করতে হয়-
Account Functions>Manage Account Suspension এ গিয়ে যে সাইট সাসপেন্ড করতে হবে সেটি সিলেক্ট করে Suspend বাটনে ক্লিক করতে হবে। নিচের ছবির মত-


সাসপেন্ড সাইটগুলো লাল রঙের দেখাবে লিস্ট এ-

suspend site list

Account Functions>Manage Account Suspension এ গিয়ে যে সাইট সাসপেন্ড করতে হবে সেটি সিলেক্ট করে unsuspend বাটনে ক্লিক করতে হবে। নিচের ছবির মত-

1 thought on “ওয়েব হোস্ট ম্যানেজার (WHM) টিউটোরিয়াল-পর্ব-ছয়ঃ একাউন্ট সাসপেন্ড আনসাসপেন্ড করা”

Leave a Comment