এখন রোবট হবে আপনার শিশুর গনিত শিক্ষক!

স্কুলের ক্লাসরুমের পড়ার উপকরন এখন আর কলম আর কাগজের মধ্যে সীমাবদ্ধ নেই, কম্পিউটার এবং ট্যাবলেট সকল কিছু পরিবর্তন করে নিয়েছে অনেক আগেই। সামনে সে স্থান দখল করতে যাচ্ছে রোবট! সেটা খুব বেশি দূরে নয় শীঘ্রই ঘটতে যাচ্ছে। আর সেটি হতে যাচ্ছে RobotsLab এর হাত ধরে।


RobotsLab এর RobotAppStore নামে একটি শিক্ষা বিভাগ রয়েছে ,তারায় “RobotsLab BOX” নামে একটি টুলবক্স নিয়ে আসছে মার্কেটে যা ক্লাসরুমে ব্যবহার করা যাবে। বক্সটিতে একটি  Parrot AR drone, একটি গোলাকার রোবটিক বল,একটি Mobot -মোবাইল রোবট, এবং একটি Armbot রোবোটিক্স আর্ম সুসজ্জ্বিত রয়েছে।
বক্সের সাথে ট্যাবলেট থাকবে । ট্যাবলেটটি শুধু মাত্র বটের রিমুট কন্ট্রোল হিসেবে কাজ করবেনা সবকিছুর গাইড হিসেবে কাজ করবে। কিভাবে শিক্ষকরা ভালো মত শিক্ষাগত পদ্ধতিতে এগুলো ব্যবহার করতে পারবেন সব দেখানো হয়েছে । এতে ৫০টি  STEM কারিকুলাম লেসনদেওয়া আছে, কিভাবে ব্যবহার করতে হবে তার নির্দেশনা এবং কুইজ দেওয়া হয়েছে।


এই বটটি ৭তম ক্লাস থেকে ১২তম ক্লাস পর্যন্ত খুব আনন্দদায়ক ভাবে জ্যামিতি, বীজগনিত,পদার্থ বিজ্ঞান,কম্পিউটার বিজ্ঞান, প্রাক-ক্যালকুলাস, ত্রিকোণমিতি, এবং STEM শিখাতে পারবে ।
শিক্ষার্থীরা আরো অনেক উৎসাহী হবে বীজগণিত করতে এরকম মত প্রকাশ করেন – RobotsLab এর সিইও।
এই বক্সের স্ট্যান্ডার্ড ভার্সনের খরচ $৩৫০০ পরবে । এবং এটির ডিলাক্স ভার্সনের খরচ $৩৯৯৯ পরবে যেখানে  আরও অধিক লেসনযুক্ত করা হয়েছে এবং সাথে বর্ধিত ওয়ারেন্টি ।
সংক্ষেপে রোবটল্যাববক্সের মধ্যে যা থাকবেঃ

৫০টি লেসন এবং কুইজ
৪টি রোবট

ArmBot
AR.Drone
Sphero

১টি ১০.১” ট্যাবলেট

১২ টি আনুসাঙ্গিক উপকরণ
১ বছর ওয়ারেন্টি ।

Leave a Comment