ডিজনি এবং গুগল আয়োজন করতে যাচ্ছে ‘Find Your Way To Oz’

ডিজনি এবং গুগল এর সর্বশেষ ভার্সন ক্রোম মিলে একসাথে আয়োজন করতে যাচ্ছে ‘Find Your Way To Oz’। এই পরীক্ষণটি আগত ‘Oz The Great and Powerful’ মুভিকে

প্রমোট করতে সহায়তা করবে। মুভিটি মার্চের ৮ তারিখ থিয়েটারে আসবে। ক্রোম এবং Oz এর পারস্পারিক অভিজ্ঞতার মাধ্যমে তাদের ক্ষমতা দেখানো হয়েছে যেখানে একটা অনন্য মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যা সুন্দরভাবে এটার কন্টেন্টের সাথে মানিয়ে গেছে।
মুভির কলাকুশলীরা যাদুকরের পদচিহ্ন অনুসরণ করে এগুবে এবং তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত হবে ।

প্রোগামে যা থাকবেঃ মাইক্রোসাইট ফাংশন একটি ভারচুয়াল এডভেঞ্জার যেখানে ব্যবহারকারীরা মিউজিক তৈরি করতে পারে, স্টপ-মোশন এনিম্যাশন, ব্লিম্প এর সাথে ঘুরা । এর আগে ক্রোম ভালো খ্যাতি অর্জন করেছে তার ইনব্রাউজার পরীক্ষণ হিসেবে । গত বছর Jam with Chrome and The Universal Orchestra Experiment ব্যাপক খ্যাতি কুড়িয়েছিল।


এই উদ্যোগের মূল উদ্দেশ্য দু’গুণ বলে মনে করছেন অনেকে, একদিকে এটি গুগলের জন্য সুযোগ তৈরি করেছে যেখানে গুগল তার নিউ ক্রোম ব্রাউজারের স্পীড এবং অন্যান্য বিষয়ে ফোকাস করতে পারবে।

Leave a Comment