এসইও টিউটোরিয়াল:: কিওয়ার্ড স্থাপন পদ্ধতি [পর্ব-০৭]

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও )  টিউটোরিয়াল । গত পর্বে আমরা কিওয়ার্ড বাছাইকরন নিয়ে আলোচনা করেছিলাম । তাই, আজ আমরা দেখবো কিভাবে সাইটে কিওয়ার্ড স্থাপন করতে হয় । ওয়েবসাইটে কিওয়ার্ড স্থাপন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন ।

সাধারণত মেটা ট্যাগ ব্যবহার করে কিওয়ার্ড স্থাপন করা হয়ে থাকে ।  মেটা ট্যাগ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

<meta name=”description” content=”এসইও করার জন্য এখানে সমস্ত সাইটের ২০০-২৫০ শব্দের মধ্যে সংক্ষিপ্ত বিবরণ লিখতে হবে”/>

<meta name=”keywords” content=”এখানে সাইটের জন্য কিওয়ার্ডগুলো লিখতে হবে । কিওয়ার্ডগুলো অবশ্যই ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন”/>

মেটা ট্যাগ <head>…</head> এর মাঝে বসাতে হয় ।

যেমন আমার একটি ওয়েব সাইট এর জন্য মেটা ট্যাগ এ লেখা হয়েছেঃ

<head>
<meta name=”description” content=”আইটি সল্যুশন বাংলাদেশ দেশের সর্ববৃহৎ অনলাইন এ ফ্রি বাংলা বই এর সাইট । ব্যবহারকারীদের সুবিধার্থে সাইটটি সম্পূর্ণ বাংলায় করা হয়েছে । এখানে সকল ধরনের বই পাওয়া যাবে । প্রতিটি বই পিডিএফ ফরম্যাট এর । ব্যবহারকারী যেকোনো বই বাংলায় সার্চ দিলেই কাংখিত বই পেয়ে যাবেন”/>
<meta name=”keywords” content=”বাংলা ই-বুক, অনালাইন এ বই, ইসলামিক বই, উপন্যাস”/>
</head>
এছাড়া, আপনি বিভিন্ন ধরনের প্লাগিন ব্যবহার করে সাইট এ কিওয়ার্ড ব্যবহার করতে পারেন ।
আজকের এসইও টিউটোরিয়াল এ পর্যন্তই । বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট এর মাধ্যমে জানান ।
-ধন্যবাদ সবাইকে, ভাল থাকুন ।

8 thoughts on “এসইও টিউটোরিয়াল:: কিওয়ার্ড স্থাপন পদ্ধতি [পর্ব-০৭]”

    1. জিহাদুর রহমান

      এখানে নির্ধারিত কোন বাধ্যগতা নেই । আপনি একটি সাইটের জন্য মেটা ট্যাগ এ ৭-৮ টি কিওয়ার্ড দিতে পারেন ।

Leave a Comment