ডাউনলোড করুন Win Rar এর প্রিএক্টিভেটেড ভার্সন এবং দেখে নিন কিভাবে এটা দিয়ে ফোল্ডার এ পাসওয়ার্ড দিবেন

সালাম সবাইকে , কেমন আছেন সবাই ?? আশা করি ভালো , এবং সবসময় ভালোই থাকবেন । অনেকদিন পর টিউটোরিয়াল বিডিতে লিখতে বসলাম । আশা করি আপনাদের পোস্ট টি ভালো লাগবে ! আচ্ছা আর বেশি বক বক না করে সরাসরি পোস্ট এ চলে যাই 🙂

 

Win Rar হচ্ছে একটি অন্যতম জনপ্রিয় ফাইল কম্প্রেসিং সফটওয়্যার । এটা দিয়ে যিপ এবং রার এই দুই ফরম্যাট এর ই ফাইল ওপেন করার যায় । কিন্তু যন্ত্রনার কথা হচ্ছে তারা মাত্র ৪০ দিনের ট্রায়াল দেয় । তাই এর ফুল ভার্সন খুজে পাওয়া দায় ।
তাই আজ আমি আপনাদের দিবো Win Rar এর প্রিএকটিভেটেড ভার্সন , এবং সাথে দেখাবো কিভাবে এটি দিয়ে জেকোনো ফোল্ডারে পাসওয়ার্ড দিয়ে রাখা যায়

তাই প্রথমে ডাউনলোড করে নিন Win Rar এর প্রিএকটিভেটেড ভার্সন

 

32 Bit

 

 

64 Bit

 

কিভাবে পাসওয়ার্ড দিব ?

প্রথমেই যে ফাইল টিকে পাসওয়ার্ড দিতে চান সে ফাইল্টিতে রাইট ক্লিক করে Add To Archive এ ক্লিক করুন

তারপর যিপ অথবা রার সিলেক্ট করে Advanced  এ ক্লিক করুন ।

এখন Set Pasword এ ক্লিক করে Password দিয়ে Ok প্রেস করুন , কাজ শেষ । ফাইল এ পাসওয়ার্ড সেট হয়ে গেলো । এখন দুনিয়ার কোনো সফটওয়্যার আপনার পাস ভাংতে পারবে না ।

সবাই ভালো থাকবেন । আজকের মত বিদায় :)

1 thought on “ডাউনলোড করুন Win Rar এর প্রিএক্টিভেটেড ভার্সন এবং দেখে নিন কিভাবে এটা দিয়ে ফোল্ডার এ পাসওয়ার্ড দিবেন”

Leave a Comment