থ্রিডি অ্যানিমেশান সেবা দিচ্ছে রুপকার ক্রিয়েটিভ স্টুডিও

রূপকার ক্রিয়েটিভ স্টুডিও – একটি অন্যতম থ্রিডি ডেভেলপমেন্ট কোম্পানি। রূপকার ২০১০ সনের শুরুর দিকে এর থ্রিডি ডেভেলপমেন্ট বিভাগ শুরু করে। আমাদের লক্ষ্য ছিল প্রচলিত মিডিয়া সমূহসহ নতুন মিডিয়া সমূহের মাধ্যমে কার্যকরী কম্যুনিকেশান সার্ভিস এবং সবচেয়ে ভাল ক্লায়েন্ট সার্ভিস দেয়ার। আর বাংলাদেশে নতুন ধারার থ্রিডি ডেভেলপমেন্টকে তুলে ধরার। আমাদের চিন্তাধারা অন্য সবার থেকে আলাদা এবং আমরা ডিজাইন ও ডেভেলপমেন্ট এর রিসার্চ এর জন্য অনেকটা সময় ব্যয় করি। উন্নত ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, ত্রুটিহীন ডেভেলপমেন্ট আমাদের অন্যদের থেকে আলাদা করেছে। থ্রিডি এর সাহায্যে আপনি অনেক ভিজ্যুয়াল কমুনিকেশান এর কাজ খুব সহজেই করতে পারবেন। দিনে দিনে এই থ্রিডি প্রযুক্তির চাহিদা বাড়ছেই। আজকের দিনের কার্টুন থেকে শুরু করে একটা অফিসের ইন্টেরিওর ও হয় থ্রিডি এর মাধ্যমে।

 

আমাদের আছে ভালো থ্রিডি অ্যানিমেটর যারা অভিজ্ঞ এবং অনেক ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা। আর তারা অনেক দক্ষও। আমাদের থ্রিডি ডিজাইনাররা অনেক সুক্ষ ভাবে কাজ সম্পন্ন করতে পারে এবং আমরা সব কাজই আমাদের ক্লায়েন্টদেরকে বেধে দেয়া সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি।

 

আমরা ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে বরাবরই অনেক সময় ব্যয় করে থাকি। রুপকার ক্রিয়েটিভ স্টুডিও সবচেয়ে ভাল মানের কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের কাজের ক্ষেত্রে আমরা সবসময়ই চাই নতুন, উদ্ভাবনী এবং কার্যকরী সমাধান দিতে। কিন্তু আমরা সবকাজই আমাদের ক্লায়েন্টদের ডিমান্ড অনুসারে তৈরি করি।

 

রুপকার ক্রিয়েটিভ স্টুডিও – তে শুধু মাত্র যে থ্রিডি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানিমেশান এর কাজই তা নয়। আমরা এর সাথে সাথে ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এসইও, ইমেইল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন সহ সব ধরনের সেবা দিয়ে থাকি। আসলে রুপকার ক্রিয়েটিভ স্টুডিও কে আমরা একটি স্বয়ং সম্পূর্ণ ভিজ্যুয়াল কম্যুনিকেশান সল্যিউশান ফার্ম হিসেবে প্রতিষ্ঠত করতে চাই। আমরা চাই যে কোন ক্লায়েন্ট আমাদের থেকে ওয়েব ডিজাইন থেকে শুরু করে থ্রিডি অ্যানিমেশান পর্যন্ত সব ধরনের ক্রিয়েটিভ সল্যিউশান আমাদের স্টুডিও থেকে পাবে।

 

ওয়েবসাইট এর ক্ষেত্রে আমরা সবসময়ই ক্লায়েন্টদের ইউনিক ডিজাইন দেয়ার চেষ্টা করি। যেন ভিজিটররা প্রথম দেখাতেই ওয়েব পেজটি পছন্দ করে এবং ইনফর্মেশন এর জন্য বার বার ফিরে আসে। আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইন সবসময়ই সবজায়গাতেই প্রশংসিত হয়েছে। সেটা দেশেই হোক আর দেশের বাইরে। আর এটাই আমাদের সার্থকতা। আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইন দেখতে হলে আমাদের ওয়েবসাইট (www.roopokar.com) ভিজিট করুন। আর ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে আমরা এমনভাবে ডেভেলপমেন্ট সল্যিউশান দেয়ার চেষ্টা করি যেটা হবে খুব কার্যকর, কম মূল্যে এবং ওয়েবসাইটটি যেন খুব বেশি ভারি না হয়ে যায়। আর নেভিগেশান গুলো আমরা এমন ভাবে ডেভেলপ করি যাতে ভিজিটররা খুব সহজেই ওয়েবসাইট টির কোথায় কি আছে তা বুঝতে সক্ষম হয়।

 

আমরা একটি আধুনিকমনষ্ক ক্রিয়েটিভ স্টুডিও হিসেবে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা ওয়েবসাইট এর ফ্রন্ট এন্ড ডিজাইন এর জন্য অ্যাডোব ক্রিয়েটিভ স্যুট – যেমনঃ ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, অ্যাডোব ফ্ল্যাশ ইউজ করি। আর ওয়েবসাইট এর ব্যাক এন্ড প্রোগ্রামিং এবং কোডিং এর জন্য এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেক্যুয়রি, পিএইচপি, মাইএসকিউএল, ওয়ার্ডপ্রেস, জুমলা ইউজ করে থাকি।

 

থ্রিডি ডেভেলপমেন্ট এবং অ্যানিমেশান এর ক্ষেত্রে প্রয়োজন বুঝে থ্রিডিএসম্যাক্স (থ্রিডি স্টুডিও ম্যাক্স) ও মায়া – যা সমগ্র পৃথিবী জুড়েই বিখ্যাত। থ্রিডি সেবার মধ্যে অনেক গুলো সেবাই যুক্ত করতে এবং মুহূর্তে সেবা দিতে সক্ষম হয়েছি। আমরা এখন নিম্ন লিখিত সেবা গুলো থ্রিডি ক্লায়েন্টদের দিতে সক্ষম। সেবা গুলোর মধ্যে প্রধান প্রধান হলো – আর্কিটেকচারাল থ্রিডি রেন্ডারিং, আর্কিটেকচারাল থ্রিডি ওয়াকথ্রু, থ্রিডি প্রোডাক্ট ডিজাইন, থ্রিডি মেডিকেল ইলাসট্রেশান, টুডি-থ্রিডি কার্টুন অ্যানিমেশান, থ্রিডি ইন্ডাস্ট্রিয়াল মডেলিং, থ্রিডি গেম ডেভেলপমেন্ট এবং থ্রিডি ওয়েবসাইট ডেভেলপমেন্ট অন্যতম।

 

আজকাল সিভিল ইঞ্জিনিয়ার, রিয়েল এস্টেট ডেভেলপার, ইণ্টেরিওর ডিজাইনার সবাই তাদের ফাইনাল ডিজাইন প্রদর্শন এর জন্য থ্রিডির ব্যবহার শুরু করেছে। থ্রিডি তে সবকিছুই অনেক জীবন্ত, প্রাণবন্ত এবং পরিষ্কার ভাবে পরিলক্ষন করা যায়। আর সেইজন্যই হয়ত থ্রিডি এর ব্যবহার অনেক দ্রুততার সাথে বাড়ছে। এ ছাড়াও থ্রিডি ওয়েব ডেভেলপমেন্ট, থ্রিডি লোগো ডিজাইন ও অ্যানিমেশান সহ থ্রিডি’র সব ধরনের সেবা আমরা প্রদান করি।

 

 

 

আমরা শুরু করি মাত্র বছর তিনেক আগে। এই তিন বছরের মধ্যে দেশে এবং দেশের বাইরে অনেক কাজই সফল ভাবে সম্পন্ন করেছি। আর আমাদের কাছে কাজটাই মূল লক্ষ্য থাকে। দেশের মধ্যে অনেক বড় কোম্পানির কাজ আমরা সফল ভাবে সম্পন্ন করেছি। দেশে আমাদের কিছু ক্লায়েন্ট হলো – ‘দেশি’, ‘ফকির নিট’, ‘ব্লগ বাংলা’, ‘এডুএইড’, ‘আকিজ সিরামিক’, ‘ইউরো বাংলা গ্লাস’, ‘ডিন্স মোবাইলস’ অন্যতম।

 

আর থ্রিডি ডেভেলপমেন্ট এর কাজ আমরা শুরু করেছি মাত্র দুই বছর হলো। থ্রিডি’র কিছু কাজ আমরা দেশের ক্লায়েন্ট দের সাথে সফলভাবে শেষ করেছি। তবে থ্রিডি এর বেশিরভাগ ক্লায়েন্ট দেশের বাইরের। দেশের বাইরে আমরা ইউএসএ এবং ইউরোপ এর কিছু কোম্পানির কাজ করি।

 

আমরা আমাদের সেরা কাজটি দিতে সর্বচ্চ প্রয়াস দিয়ে কাজ করি। তাই আপনার যদি কোন থ্রিডি ডেভেলপমেন্ট এবং অ্যানিমেশান, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট অথবা ইমাইল মার্কেটিং এর প্রোজেক্ট থাকে তাহলে আমাদের সাথে ফোনে (02-9895220) অথবা ইমেইল (sales@roopokar.com) এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া আমাদের ওয়েবসাইট (www.roopokar.com) ভিজিট করতে পারেন সেইসাথে দেখতে পারেন আমাদের পোর্টফোলিও (http://www.roopokar.com/portfolio/web_graphic_multimedia.php) ।

Leave a Comment