ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৫(Rotating view, Screen Modes)

ধীরে ধীরে চেষ্টা করছি টিউটোরিয়ালগুলো বড় করার। প্যানেলগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া হলো এই পাচ পর্ব থেকে।
পরের পর্বে থাকবে ইমেজ সাইজ নিয়ে কিছু আলোচনা। এর পর থেকেই গুরুত্বপূর্ণ অংশ যেমন লেয়ার নিয়ে আলোচনা করবো। আশা করি ভিডিওগুলো বিন্দুমাত্র আপনাদের কাজে এসেছে। আমার নতুন করা ফেসবুক ফ্যানপেজে Like দিয়ে আপডেট থাকুন। এখানে নিয়মিত আমার সকল পোস্টের আপডেট শেয়ার করবো।

আমার ফেসবুক ফ্যানপেজ।

প্রযুক্তি পাতা
আমার পোস্ট যদি কিছুমাত্র আপনাদের কাজে লেগে থাকে তাহলে পেজে লাইক দিবেন দয়া করে। ভাল থাকুন।

4 thoughts on “ফটোশপ CS6 ভার্শনের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল-০৫(Rotating view, Screen Modes)”

  1. আমি rotate করতে পারছি না। করতে গেলে একটা এরর মেসেজ আসছে। মেসেজটা এমন could complete your request because it only work with openGL enable document windows. কেন এমন মেসেজ শো করছে একটু জানাবেন এবং কি করলে আমি rotate করতে পারব একটু জানিয়ে হেল্প করবেন। ধন্যবাদ।.

    1. হাসান যোবায়ের

      আপনার গ্রাফিক্স ড্রাইভার আপডেট করে দেখতে পারেন কাজ হয় কিনা।

Leave a Comment