গুগল ম্যাপের কিছু রহস্যময় বা অজানা ছবি দেখুন

গুগল ম্যাপে অনেক রহস্য রয়েছে। মাঝে মাঝে আমাদের চোখে তা ধরা দেয়। তেমনই কিছু ছবি দিয়ে সাজানো এই পোস্ট। আশা করি ভাল লাগবে।

কানাডার এই আলবার্তা স্থানে ম্যাপটা ভাল মতো লক্ষ্য করে দেখুন যেন একজন মানুষের চেহারা আর কানে হেডফোন ঝুলছে! আসলে ঐটা হেডফোন নয় মানুষের তৈরি রাস্তা।


ওরেগন ইউনিভার্সিটির লিনাক্স ব্যবহারকারী গ্রুপ এটা তৈরি করে ২০০৬ সালে।


রেড সী তে জাহাজের ছবি দেখা যাচ্ছে গুগল ম্যাপে।


আয়ারল্যান্ডের এই জেল খানার ছবিটি যেন ফটোশপড করা হয়েছে। যে জিনিসের অস্তিত্বই নেই তা এখানে জুড়ে দেয়া হয়েছে।


এরিয়া ৫২ নিয়ে রহস্যের যেন শেষ নেই। আপনারা অনেকেই হয়তো এরিয়া ৫২ নিয়ে অনেক কিছু জানেন।  আমেরিকার আন্ডারে এই স্থানে গোপনীয় কার্যক্রম হয়। গুগল ম্যাপের এর অবস্থান অনেকটাই রহস্যময়।


আকাশে উড়ন্ত এই বিমান যেন রঙ ধনুর সাজে সেজেছে।


রাশিয়ার এই স্থানটি কেন এমন ঘোলা করে দেয়া হয়েছে তার উল্লেকযোগ্য কারণ জানা নেই।


নর্থ কোরিয়ার এই স্থানটি গুগল ম্যাপে তেমন কিছুই দেখা যায় না। জুম করলে পাহাড় ঘেরা কিছু দেখা যায় এর বেশি কিছু নয়।


Z লেটারের আকৃতির এই মেক্সিকান স্থানে রয়েছে মেক্সিকো শহরের সব চেয়ে বড় ড্রাগ কারখানা!


ক্যালিফোর্নিয়ার এই স্থান নিয়েও অনেক রহস্য রয়েছে। জুম করলে আপনি একটা টেক্সট দেখতে পাবেন এর বেশি কিছু নয়। অনেকের মতে এখানে UFO এর অস্তিত্ব রয়েছে এখানে।


নেদারল্যান্ডের এই স্থানে যেন UFO ল্যান্ড করেছে এমন কিছু দেখা যায়। আসলে এটা UFO স্ট্যাচু যা এখনও রিমুভ করা হয়নি।


কি কেমন দেখলেন? মজার না? অবশ্যই মন্তব্য করে জানাবেন।

 

3 thoughts on “গুগল ম্যাপের কিছু রহস্যময় বা অজানা ছবি দেখুন”

Leave a Comment