ড্রুপাল অ্যাডমিন প্যানেল এর সংক্ষিপ্ত পরিচিতি !!! (পর্ব-৬)

স্বাগতম আজকের পর্বে। আমার অসুস্থতার কারনে পর্ব লিখতে দেরি হয়েছে 🙁 আশা করি আবার লিখব আগের মত। আজকে আমরা ড্রুপাল এর অ্যাডমিন প্যানেল দেখবো। ড্রুপাল এর অ্যাডমিন প্যানেল এর সবকিছুই আজকে দেখবো না। শুধু কিছু অংশ দেখবো। বাকি গুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো 😀

প্রথমে আপনার সাইট এ ধুকুন। তাহলে দেখুন বাম পাশে একটা ফর্ম আসবে অ্যাডমিন লগইন করার জন্য । আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

এবার দেখুন উপরে একটা বার আসসে। এইটাই আপনার অ্যাডমিনেস্ট্রেশন প্যানেল 😛

এবার ড্যাশবোর্ড এ ক্লিক করুন। দেখুন এখান থেকে আপনি আপনার এই ড্যাশবোর্ড সাজাতেও পারবেন এবং সাইট এ লেটেস্ট আপডেট সম্পর্কে জানতে পারবেন। যেমন কে সর্বশেষ পোস্ট বা কমেন্ট করেছে আপনার সাইট এ।

এবার কনটেন্ট। আপনি কনটেন্ট এ ক্লিক করলে দেখবেন নিচের মতো ২টা সাবমেনু এসেছে। একটা অ্যাড কনটেন্ট আর একটা ফাইন্ড কনটেন্ট। অ্যাড কনটেন্ট এর মাধ্যমে আপনি পোস্ট , পেজ ইত্যাদি তৈরি করতে পারবেন।

আর ফাইন্ড কনটেন্ট দিয়ে বিভিন্ন ক্যাটাগরি এর পোস্ট খুজে বের করতে পারবেন।

এবার আসুন স্ট্রাকচার এ ।

Blocks:ব্লক এর মাধ্যমে আপনার কনটেন্ট গুলা সাইট এর কোন কোন সাইডবারের কোথায় কোনটা থাকবে তা ঠিক করা যাবে। সাইট এর কোন জায়গায় কি রাখতে হবে তা এই ব্লক থেকে ঠিক করতে হবে 😀

Content Type: কনটেন্ট টাইপ থেকে আপনি আপনার পোস্ট গুলার সেটিং সাজাতে বা এডিট করতে পারবেন । এছারাও আপনার কমেন্ট সেটিং সহ অন্যান্য অনেক কিছু ঠিক করতে পারবেন।

Menus: এইখান থেকে আপনি মেনু অ্যাড , এডিট, সাজাতে পারবেন।

Taxonomy: এইখান থেকে আপনি ট্যাগ , ক্যাটাগরি ইত্যাদি এডিট করতে পারবেন।

আজকে এই পর্যন্তই। এরপরে আমরা ড্রুপাল এর মডিউল বা প্লাগিন ইন্সটল  করা শিখব 😀

1 thought on “ড্রুপাল অ্যাডমিন প্যানেল এর সংক্ষিপ্ত পরিচিতি !!! (পর্ব-৬)”

  1. ডেভিড চিরান

    শুভেচ্ছা –
    জানার সত্যি শেষ নাই । সুন্দর পোস্ট । – সহায়ক

    ধন্যবাদ ।

Leave a Comment