ফ্যান্টাসটিকোর মাধ্যমে ড্রুপাল সেটআপ (পর্ব-৪)

স্বাগতম আজকের পর্বে। আজকের পর্বে আমরা ড্রুপাল কিভাবে ওয়েব সার্ভার এ ইন্সটল করা যায় তাই দেখবো । এজন্য লাগবে একটা ওয়েব হোস্টিং। একটা ডোমেইন।  ড্রুপাল ইন্সটল করার জন্য অবশ্যই ওয়েব হোস্টিংকে পিএইচপি এবং মাইএসকিউএল সাপোর্ট করতে হবে। এইতো এইগুলা থাকলে হবে 😀 তাহলে চলেন শুরু করি আজকের পর্ব ………….

প্রথমে আপনি আপনার সাইট এর সিপ্যানেল এ যান 😀 সি প্যানেল কই থাকে আশা করি বলা লাগবে না 😉

এবার সিপ্যানেল এ লগিন করেন।

আমরা আজকে সিপ্যানেল এর সফটওয়্যার দিয়ে ইন্সটল করা শিখব। এইটা দিয়ে ইন্সটল করা অনেক সহজ 😀

এবার লক্ষ করে দেখুন সফটওয়্যার/ সার্ভিস এ ফ্যান্টাসটিকো  পাবেন । ওইটাতে ক্লিকান 😀

এবার content management থেকে ড্রুপাল এ ক্লিক করেন 😀

এবার New installation এ ক্লিকান 🙂

এখন ড্রুপাল ইন্সটল করার জন্য  কিছু জিনিস ঠিক করতে হবে। 😀

Installing on a domain

আপনার ডোমেইন যদি একটার বেশি থাকে তাহলে কোন ডোমেইন এ ড্রুপাল সেটআপ করবেন তা নিচের ড্রপডাউন মেনু থেকে নির্বাচন করেন।

Installing  in a directory

আপনি যদি কোন সাবডাইরেক্টরিতে ড্রুপাল ইন্সটল করতে চান তাহলে এখানে সেই ডাইরেক্টরিটা লিখেন। আপনি যদি চান যে আপনার ড্রুপাল চালু হবে যখন কেউ www.yourdomain.com/support এ ঢুকবে তাহলে support ফোল্ডার এ ইন্সটল করেন। আর যদি রুট ডিরেক্টরিতে করেন তাহলে ফাঁকা রেখে যান 😀

Admin Access Data

আপনি কি দিয়ে লগইন করবেন তার ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দেন 😀

Base Configuration

আপনার ইমেইল আইডি এখানে দিন। বিভিন্ন কিছুর আপডেট এর নোটিফিকেশন অথবা পাসওয়ার্ড চেঞ্জ করতে বা যে কোন কিছু করার জন্য এই ইমেইল আইডিতে মেসেজ পাঠাবে ড্রুপাল 😉

এরপর ইন্সটল ড্রুপাল এ ক্লিকান 😀

এবার ফিনিশ ড্রুপাল এ ক্লিক মারেন 😉

আপনার ড্রুপাল ইন্সটল করা শেষ । আপনাকে একটা লিঙ্ক দিবে অইখানে ক্লিক করে আপনি ইউজার নেম আর পাস দিয়ে লগইন করতে পারবেন। আর যদি আপনি আপনার ইন্সটল এর ডিটেইলস জানতে চান তাহলে এখানে আপনি আপনার ইমেইল আইডি বসিয়ে সেন্ড করেন। ড্রুপাল আপনাকে একটা ইমেইল এ সব বলে দিবে 😉

আমাদের তাহলে ফ্যান্টাসটিকোর মাধ্যমে ড্রুপাল ইন্সটল শেষ 😀

আজকে এই পর্যন্তই 😀 খুব তাড়াতাড়ি নতুন পর্ব লিখব 🙂

2 thoughts on “ফ্যান্টাসটিকোর মাধ্যমে ড্রুপাল সেটআপ (পর্ব-৪)”

  1. ডেভিড চিরান

    শুভেচ্ছা দিপ্ত ভাই। আসা করি আর পোস্ট পাবো । আপনার পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ –

Leave a Comment