পোস্টে ফেসবুক কমেন্ট বক্স বসানোঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-১৫

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে থিসিস থিম নিয়ে ১৫-তম পোস্ট আরম্ভ করতেছি। থিসিস থিম নিয়ে আমার আগের পোস্ট সমুহ দেখে নিতে পারেন

লেআউট ও কলামঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-এক

নেভিগেশন মেনুঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-দু্ই

নেভিগেশন মেনুঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-তিন

সাইডবার ও উইজেটঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-চার

ফুটারে তিনটি কলাম তৈরীঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-পাঁচ

     ফুটারে কলাম তৈরীঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-ছয়

ফুটারে বিভাগ যুক্ত করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-সাত

ব্যাকগ্রাউন্ড ইমেজ ও ফুটারে অ্যাড উইজেট যোগ করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-আট

পোস্টে লেখক তথ্য যোগ করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-নয়

পোস্টে একই রকম পোষ্টের তথ্য যোগ করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-দশ

কনটেন্টে পোস্ট স্লাইডার যুক্ত করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-এগার

হেডারে লোগো আপলোড করা ও ব্যানার অ্যাড উইজেট তৈরি করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-১২

 পেজ নেভিগেশন যুক্ত করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-১৩

হেডারের নিচে নতুন আরেকটি নেভিগেশন মেনু যুক্ত করুনঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-১৪

গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কেমন করে হেডারের নিচে নতুন আরেকটি নেভিগেশন মেনু যুক্ত করা যাই, আজকে আমি আপনাদের দেখাবো কেমন করে আপনার ব্লগের পোস্টের নিছে কেমন করে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করা যাই।

এই কাজটিও আমরা কোড দিয়ে করব। আপনি ইচ্ছা করলে প্লাগিন দিয়েও করতে পারবেন। কিন্তু প্লাগিন দিয়ে করতে গেলে প্লাগিনের ওজনে ব্লগ স্লো হয়ে যাই। তাই সব সমই চেষ্টা করবেন প্লাগিন ছারা কেমন করে করা যাই।

তাহলে চলুন আজকের টিউটোরিয়াল আরম্ভ করি।

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লগিন করুন

থিসিস থিমের  এর   Custom File Editor   ড্রপডাউন থেকে  Custom function.php  সিলেক্ট করুন  এবং নিচের এই php কোডটি লিখে সেভ করুন।

function fb_comments() {
	if (is_single()) { ?>
		<div>
		<div id="fb-root"></div><script src="http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1"></script><fb:comments href="<?php the_permalink(); ?>" numposts="5" width="550" publish_feed="true"></fb:comments>
		</div>
	<?php }
}

add_action('thesis_hook_after_post_box', 'fb_comments');

থিসিস থিমের  এর   Custom File Editor   ড্রপডাউন থেকে  Custom.css  সিলেক্ট করুন  এবং নিচের এই css কোডটি লিখে সেভ করুন।

 
.fb_comments { margin:20px; clear:both; }

ব্যাস আপনার কাজ শেষ, এবার আপনার ব্লগটি রিলোড দিয়ে দেখুন পোস্টের নিচে ফেসবুক কমেন্ট যুক্ত হয়েছে।

সবার ভাল ও সুস্থতা কামনা করে আজকের মত একানেই বিদাই নিচ্ছি , আল্লাহ হাফেজ।

2 thoughts on “পোস্টে ফেসবুক কমেন্ট বক্স বসানোঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-১৫”

  1. আমি wordpress এ নতুন। আমার কাছে আপনার পোষ্ট টি যথেষ্ট কঠিন মনে হচ্ছে। আমার একটি ব্লগ আছে wordpress.com এ আমি এখানে ফেসবুক কমেন্ট বক্স ব্যবহার করতে চাচ্ছি। কিন্তু প্লাগিন ব্যবহার করতে না পারাই আমি কমেন্ট বক্স ব্যবহার করতে পারছি না। আর আপনার পোষ্ট অনুযায়ী appearance এর পরে editor নাই। appearance এ যে সকল সাব মেনু আছে তা হচ্ছে theme,customize,widgets,menu,theme option,background,custom design,mobile ……………. আমি তাহলে কোথাই কোড গুলো লিখব?

Leave a Comment