সাদা কালো পিকচার কে করুন রঙ্গিন ।। ফটোশপ টিউটোরিয়াল

সবাইকে আবারো স্বাগতম আমার ধারাবাহিক ফটোশপ টিউটোরিয়াল এ । আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সাদা কালো ছবিকে রঙ্গিন ছবিতে রুপান্তরিত করবেন , ফটোশপে আমরা এটা বিভিন্ন উপায়ে করতে পারি , আজকে আমি আপনাদের একদম ইজি টা দিয়েই দেখাবো । সামনে অবশ্যই অন্যান্য পদ্ধতি নিয়ে আলোচনা করব 🙂
আজকে আমরা দেখব কিভাবে ব্রাশ টুল নিয়ে সাদাকালো ছবি কে রঙ্গিন করে তুলতে পারি ।
প্রথমে আমরা ছবিটিকে ফটোশপে ওপেন করব ।

তারপর আমরা টুলবার থেকে Brush Tool সিলেক্ট করব এবং Colour এ Red কালার দিবো , তারপর উপরের মেন্যু বার থেকে Mode এ Soft Light এবং Oposity থেকে 40 এর কাছাকাছি করে দিবো । তারপর রাইট ক্লিক করে Brush এর Hardness 0 করে দিব ।

তারপর ফুল এর উপর আস্তে আস্তে ব্রাশ করতে থাকুন ।


এখন আবার সবুজ কালার সিলেক্ট করে পাতাগুলোর উপর ব্রাশ করতে থাকুন ।


এখন আবার কালার প্যালেট থেকে কিছুটা খয়েরি কালার সিলেক্ত করে ফুলদানির বাইরের অংশ এবং ভিতরের অংশে ব্রাশ করুন ।

ব্যাস হয়ে গেলো সাদা কালো থেকে রঙ্গিন , আগামীতে অন্য পদ্ধতি শিখানোর চেষ্টা করব । 🙂

3 thoughts on “সাদা কালো পিকচার কে করুন রঙ্গিন ।। ফটোশপ টিউটোরিয়াল”

  1. ধন্যবাদ ঝরা পাতা, সহজ এবং সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য । আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে । আপনার কাছ থেকে ফোটসোপ নিয়ে আরো কিছু post এর অপেক্ষায় আছি । ধন্যবাদ

    1. ঝরা পাতা

      অবশ্যই , যতটুকু জানি তার সব টুকুই জানানোর চেষ্টা করব 🙂

Leave a Comment