ফটোশপে এনিমেল মরফিং ।।২।। ফটোশপ টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম , সবাইকে আবারো আমার ধারাবাহিক ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম । আজকে আমরা এনিমেল মরফিং এর ২য় ক্লাস শিখব ।
তো চলুন তাহলে শুরু করা যাক ।

আমরা প্রথমে এখানে উট পাখিটির মাথা আলাদা করে ফেলব 😛 মানে মাথা গায়েব করে ফেলব ।
এঝন্য আমরা Clone Stamp Tool ব্যাবহার করব ।
তার আগে আমরা এই টিউটো এর সোর্স ফাইল দুইটি নিয়ে নিই এখান থেকে
https://www.dropbox.com/s/g6rf4dv6f7jnvnm/438886_40870775.jpg?m
https://www.dropbox.com/s/jptqaqxyn7d6868/553364_69100636.jpg?m

আশা করি দেখলেই বুঝবেন

এখন আমরা Pen Tool নিয়ে শুধু মহিলা টা আর ঘোড়ার সামনের দিকের অংশ সিলেক্ট করব ।

এভাবে সম্পূর্ন সিলেক্ট করুন

তারপর এটাকে কপি করে পূর্বের উটপাখির পেজ এ নিয়ে পেস্ট করুন ।

এখন আবার Ereser Tool নিয়ে এর Oposity কমিয়ে একটু ইরেজ করুন ।

তারপর আমরা উপরের লেয়ার টা সিলেক্ট করে  ইরেজার টুল নিয়ে সেসব অংশ ডিলেট করব যা আমাদের প্রয়োজন নেই ।


ব্যস হয়ে গেলো এনিমেল মরফিং এর ২য় ক্লাস 🙂

Leave a Comment