ফুটারে বিভাগ যুক্ত করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-সাত

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে থিসিস থিম নিয়ে ৭ম পোস্ট আরম্ভ করতেছি। থিসিস থিম নিয়ে আমার আগের পোস্ট সমুহ দেখে নিতে পারেন

ওয়ার্ডপ্রেস থিসিস থিম কাষ্টোমাইজ টিউটোরিয়াল (পর্ব ১) 

ওয়ার্ডপ্রেস থিসিস থিম কাষ্টোমাইজ টিউটোরিয়াল (পর্ব ২) 

ওয়ার্ডপ্রেস থিসিস থিম কাষ্টোমাইজ টিউটোরিয়াল (পর্ব ৩) 

ওয়ার্ডপ্রেস থিসিস থিম কাষ্টোমাইজ টিউটোরিয়াল (পর্ব ৪)

ওয়ার্ডপ্রেস থিসিস থিম কাষ্টোমাইজ টিউটোরিয়াল (পর্ব ৫)

ওয়ার্ডপ্রেস থিসিস থিম কাষ্টোমাইজ টিউটোরিয়াল (পর্ব ৬)

গত পর্বে আমি  আপনাদের থিসিস থিমে ফুটারে ৪ কলাম উইজেট তৈরি করা  দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের দেখাবো ফোটার থেকে কেমন করে থিসিস এর অ্যাড রিমুভ করে কপিরাইট যুক্ত করা যায়।

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লগিন করুন এবং থিসিস এর   Custom File Editor   ড্রপডাউন থেকে  Custom function.php  সিলেক্ট করুন  এবং নিচের এই php কোডটি লিখে সেভ করুন। ( থিমের Custom function.php ফাইলের ব্যাকআপ রেখে দিন )

remove_action(‘thesis_hook_footer’, ‘thesis_attribution’);

function wpb_att_link (){
?>
<div class=”wpb_att_link”>
<p align=”center”>&copy; কপিরাইট: ২০১২ | টিউটেরিয়ালবিডি কতৃক সর্বস্বত্ত সংরক্ষিত</p></br>
<p align=”center”>ব্লগটি কাষ্টোমাইজ ও ডেভলব করেছেন: <a href=”http://www.bdtuner.com“>শুভ</a></p>
</div>
<?php
}
add_action (‘thesis_hook_footer’, ‘wpb_att_link’);

বার আপনার ব্লগ রিফ্রেশ করে দেখুন ফুটারে নিচের লিখাটি যুক্ত হয়েছে।

© কপিরাইট: ২০১১ | টিউটেরিয়ালবিডি কতৃক সর্বস্বত্ত সংরক্ষিত

ব্লগটি কাষ্টোমাইজ ও ডেভলব করেছেন: শুভ

যদি আপনি এই লিখাটি পরিবর্তন করতে চান তাহলে পিএইচপি কোডটি এডিট করতে হবে। লক্ষ্য করে দেখুন আমি পিএইচপি কোডে যে কোডগুলুকে লাল রঙ করে দিয়েছি আপনি পরিবর্তন করতে চাইলে এই লাল রঙের কোড সমুহ পরিবর্তন করে দিন।

এবার দেখুন ফুটারে ক্যাটাগরি কেমন করে যুক্ত করবেন

থিসিস এর   Custom File Editor   ড্রপডাউন থেকে  Custom function.php  সিলেক্ট করুন  এবং নিচের এই php কোডটি লিখে সেভ করুন।

function footer_cats() {
echo '<ul>';
wp_list_categories('title_li=');
echo '</ul>';
}
add_action('thesis_hook_footer', 'footer_cats',99);

এবার Custom File Editor  ড্রপডাউন থেকে  Custom.css   সিলেক্ট করুন  এবং নিচের এই Css কোডটি লিখে সেভ করুন।

.custom #footer {
  text-align:center;
}
.custom #footer ul,
 .custom #footer li {
  display:inline;
}

এবার আপনার ব্লগে দেখুন ফুটারে ক্যাটাগরি সমুহ যুক্ত হয়েছে।
আজকের মত তাহলে এখানেই বিদায় নিতে হয়, আর হ্যাঁ টিউনটি কেমন লাগলো জানাতে ভুলবেননা যেন। আর কোন ধরনের সমস্যা হলে মন্তব্যের মাধ্যমে জানবেন,সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই বিদায়।

4 thoughts on “ফুটারে বিভাগ যুক্ত করাঃ ওয়ার্ডপ্রেস থিসিস থিম টিউটোরিয়াল পর্ব-সাত”

  1. তুহিন

    ভাইজান সবই তো দিলেন, কিন্তু বাংলা কিভাবে করবো, সেটা দিলেন না।

  2. ভাই এগুলাতো কাজ করতেছেনা যেই কুদু সেই লাউ কেমনে পেস্ট করতে হবে ভালো করে স্ক্রিনশট দেন আপনে এত কষ্ট করে টিউন করলেন আর কেউ কাজ কতরে পারলোনা এইটা কি হয় ? কিভাবে কোথায় পেষ্ট করবো। আমি যেই জাইগাতেই পেষ্ট করি পরে দেখি কোন কিছু চেন্জ হইনাই শুধু ক্যাটাগরি ফুটারে যুক্ত হইছে
    remove_action(‘thesis_hook_footer’, ‘thesis_attribution’);

    function wpb_att_link (){
    ?>

    © কপিরাইট: ২০১২ | টিউটেরিয়ালবিডি কতৃক সর্বস্বত্ত সংরক্ষিত
    ব্লগটি কাষ্টোমাইজ ও ডেভলব করেছেন: শুভ

    © কপিরাইট: ২০১২ | টিউটেরিয়ালবিডি কতৃক সর্বস্বত্ত সংরক্ষিত
    ব্লগটি কাষ্টোমাইজ ও ডেভলব করেছেন: শুভ

    <?php
    }
    add_action (‘thesis_hook_footer’, ‘wpb_att_link’);

    1. ভাই একটু ভাল করে পোস্টটা পড়ে দেখুন ফুটারে কপিরাইট যুক্ত করার জন্য এখানে লিখা আসে যে
      ”’থিসিস এর Custom File Editor ড্রপডাউন থেকে Custom function.php সিলেক্ট করুন এবং নিচের এই php কোডটি লিখে সেভ করুন।””
      আপনি সটিক জাইগাই পেস্ট করে দেখুন যে কাজ হয় কিনা।
      আর হাঁ আপনি বললেন শুদু ফুটারে কেটাগরি যুক্ত হয়েছে, আমি তঁ নিচের কোডটা লিখসিই কেটাগরি ফুটারে যুক্ত করার জন্য।

Leave a Comment