টেলিভিশন রিমোর্টকন্ট্রোল ব্লক করে দিন


খুব সহজেই আপনার বা কারো টিভির রিমোর্টকন্ট্রোলটি ডিজাবেল করে দিতে পাড়েন এ সার্কিটটির মাধ্যমে।
এটা আশলে ৫৫৫ আইসি দিয়ে বানানো একটি ডিভাইজ যেটা ৩৮ কিলো হার্জের মতো ফ্রকোয়েন্সি তৈরী করে। অধিকাংশ টিভি ও ভিসিডির আই আরবিম এই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। ট্রানজিস্টর মূলত: infra red LED এ ২৫মিল আম্পায়ার ভোল্টেজ প্রদান করে। সার্কিটটির র‌্যাঞ্জ বাড়াতে ১৮০ ওম রেজিস্টারটির ভোল্টেজকমাতে হবে (সর্ব নিন্ম ১০০ ওম) ।

10K এর পটেনশিওমিটারটির মান পরিবর্তন করে করে টিভির সাথে মিলিয়ে নিতে হবে। (যতক্ষন না রিমোটটি ডিজাবেল হয়)

3 thoughts on “টেলিভিশন রিমোর্টকন্ট্রোল ব্লক করে দিন”

  1. জহিরুল ইসলাম

    মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা যায় এমন ডিভাস কি আছে। তাহলে সুবিধাও হত বা ব্যবসাইক ভাবে প্রডাক্ট তৈরী করা যেত। মসজিদে মসজিদে এই ডিভাইসটির চাহিদা থাকতো। বাংলাদেশে মসজিদের সংখ্যা অনেক। নামাজের সময় সেট বন্ধ রাখার ঝামেলা থাকতো না।

  2. Pingback: বাংলা টিউটরিয়াল|বাংলা ভাষায় বিশ্বের প্রথম টিউটরিয়াল সাইট | Bangla Tutorials » Blog Archive » ইলেক্ট্রনিক্স টিউট

Leave a Comment