আগুনের বল তৈরী

এ টিউটরিয়ালটিতে আমরা একটি আগুনের ইফেক্ট সম্পন্ন বল তৈরী করবো

Step 1: শুরু করা যাক

Step 2:ব্যাকগ্রাউন্ডের রং কালো করে নিন
এর পর Filter> Render> Lens Flare এ ক্লিক করুন। নিচের মতো সেট করুন।

Step 3: Filter> Artistic> Plastic Wrap এ গিয়ে নিচের মতো সেট করুন।

Step 4: কিছু ঢেউ তৈরী করুন,  Filter> Distort> Ripple এ গিয়ে নিচের মতো সেটিং করুন।

Step 5:কিছু  twirl effect দিতে Filter> Distort> Twirl এ গিয়ে নিচের মতো সেট করুন।

Step 6: এখন রং দিতে  Image> Adjustments> Hue/Saturation অথবা  Ctrl+U এ ক্লিক করে নিচের মতো সেট করুন

Step 7: লেয়ারটি কপি করুন। কপি কৃত লেয়ারটি   ‘Multiply’ সেট করুন।

এরকম একটি ছবি তৈরী হবে।

6 thoughts on “আগুনের বল তৈরী”

  1. মো: মেহেদী হাসান

    ফটোশপের আরও কিছু টিউটরিয়াল চাই যেগুলো খুবই গুরুত্বপুর্ন। সেই সাথে অটোক্যাডের টিউটরিয়ালও শুরু করার পরামর্শ দিচ্ছি।

Leave a Comment