দেয়ালকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন

দেয়াল সাজাবেন কিভাবে? নিজে নিজেই সুন্দর একটি ওয়ালমেট থৈরী করে নিতে পারেন।

  • ০১. প্রথমে দেয়ালের একটি অংশ একটু ভিন্ন ও উজ্জল রঙ করে নিন।
  • ০২. কয়েকটি ছবির ফ্রেম তৈরী করে নিন অথবা দোকান থেকে কিনে নিতে পারেন। লক্ষ রাখবেন যেন সবগুলো ফ্রেমের একই রঙ হয়। রঙটি যেন দেয়ালের রঙ থেকে আলাদা হয়।
  • ০৩. আপনি প্রতিটি ফ্রেমে ভিন্ন আঙ্গিকের ও ভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ ছবি সেটে দিন। চাইলে কোন পোস্টারের ছবি কেটেও লাগাতে পারেন, অথবা কমদামে অনেক ভাল ভাল প্রিন্টেড ছবি পাওয়া যায় তা ব্যবহার করতে পারেন।
  • ০৪. ছবির বিভিন্নতা আনতে পারেন এভাবে- একটি ছবিতে কবিতা বা কথক লিখলেন, আরেকটিতে কোন জলছাপের প্রাকৃতিক দৃশ্য অন্যটিতে কোন বিশেষ ব্যক্তির ছবি, আরেকটিতে পেন্সিল আর্ট আরেকটিতে আপনার এলাকার কোন সুদৃশ্য স্থান অথবা আপনার পছন্দমতো।
  • ০৫. দেয়ালে রঙ না করে আপনি কোন মাদুরে ফ্রেমগুলো সমান দূরত্বে রেখে বসিয়ে নিতে পারেন।
  • এখন আপনার ঘরের যে দেয়ালের পাশে কোন আসবাবপত্র নেই এবং আলোকিত তাতে লাগিয়ে দিতে পারেন। কম খরচে নান্দনিক ও ব্যতিক্রমধর্মী ছবিতে সাজিয়ে নিন আপনার ঘর

সবাই ভাল থাকবেন।

Leave a Comment