আপনার ব্লগে পোস্টে পোস্ট ভিউ কাউন্টার যুক্ত করুন

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের লিখা আরম্ভ করতেসি।ঈদের বিশাল লম্বা ছুটি কাটিয়ে আবার আপনাদের মাঝে ফিরে এলাম। আশা করি আজকের এই পোস্ট থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন, যদি কেউ উপকৃত হন তাহলেই আমার এই লিখাটি সার্থক।

আমরা অনেক কষ্ট করে অনেক পোস্ট লেখি কিন্তু আমাদের এই পোস্টটি কতজন দেখেছে তা যদি দেখতে পারা যায় তাহলে ভাল হয়, কি বলেন ?

আজকে আমি আপনাদের দেখাবো কেমন করে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগের পোস্টে পোস্ট ভিউ কাউন্টার যুক্ত করবেন। তাহলে চলুন দেখা যাক কেমন করে পোস্টে পোস্ট ভিউ কাউন্টার যুক্ত করা যায়।

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে লগিন করুন।

এবার  WP-PostViews  নামের প্লাগিনটি ডাউনলোড করে ইন্সটল করুন।

প্লাগিনটি একটিভ করুন।

এবার আপনার থিমের  single.php / index.php তে নিচের  টাইপের কোডটি খুঁজুন।

<?php while (have_posts()) : the_post(); ?>

উপরের এই কোডটি খুঁজে পেলে নিচের দেওয়া কোডটি উপরের এই কোডটির নিচে বসিয়ে দিন

<?php if(function_exists(‘the_views’)) { the_views(); } ?> পোস্টটি দেখেছেন

ব্যাস আপনার কাজ শেষ এবার আপনার ব্লগের পোস্টে গিয়ে দেখুন নিচের ছবির মত করে আপনার পোস্টটি কতজন দেখেছেন তা দেখাচ্ছে।

কোন ধরনের সমস্যা হলে মন্তব্যের মাধ্যমে আমাকে জানান।

তাহলে আজ আর নয়। আজকের মত এখানেই বিদায় সবাই ভাল ও সুস্থ থাকুন। আল্লাহ্‌ হাফেয।

13 thoughts on “আপনার ব্লগে পোস্টে পোস্ট ভিউ কাউন্টার যুক্ত করুন”

  1. ধন্যবাদ পোষ্ট এর জন্য। ব্লগস্পট এ কি পোস্টে পোস্ট ভিউ কাউন্টার যুক্ত করার কোন উপায় আছে? জানালে খুশি হতাম।

    1. হইতবা আছে কিন্তু আমার জানা নেই। জানলে অবশ্যই শেয়ার করব। আপনার মন্তব্বের জন্য ধন্যবাদ।

  2. শুভ ভাই দারুন একটি টিপস শেয়ার করেছেন। এভাবে বাংলাকে এগিয়ে নেয়ার জন্য আরও কিছু বাংলা প্রেমিক বন্ধু দরকার। ধন্যবাদ। শুভ কামনা রইল।

  3. Wow, superb blog layout! How long have you been blogging for? you made blogging look easy. The overall look of your website is great, as well as the content!. Thanks For Your article about আপনার ব্লগে পোস্টে পোস্ট ভিউ কাউন্টার যুক্ত করুন | টিউটোরিয়ালবিডি .

Leave a Comment