ছবিতে ছবিতে নীল আর্মস্ট্রোং এর জীবনী! নাসার সৌজন্যে সব ছবি

আমরা সবাই জানি চাঁদে প্রথম অবতরণকারী ব্যক্তি হচ্ছেন নীল আর্মস্ট্রোং। মৃত্যুর স্মরণে উনার জীবনের উল্লেখ যোগ্য কিছু ছবি এখানে শেয়ার করা হলো। প্রথম ছবিটি হচ্ছে উনি যখন পাইলট টেস্ট করার জন্য ছিলেন ক্যালিফোর্নিয়াতে।
November 20, 1956: Portrait of Armstrong while a test pilot at Edwards Air Force Base in California.

Image courtesy of NASA

 


April 20, 1962: Armstrong after a test flight on an X-15.

Image courtesy of NASA

ফ্লাইট টেস্ট করার পর আর্মস্ট্রোং এর ছবি।


January 10, 1969: Edwin E. Aldrin Jr., Neil A. Armstrong and Michael Collins (L to R)

Image courtesy of NASA

তিন মহাকাশচারী এক সাথে।


February 1969: Armstrong at the Lunar Landing Research Facility

Image courtesy of NASA

গবেষণাগারের পাশে নীল আর্মস্ট্রোং।


April 22, 1969: Armstrong participates in lunar landing simulation

Image courtesy of NASA

যখন তিনি মহাকাশের উদ্দ্যেশে প্রস্তুত হচ্ছেন।


July 1, 1969: Neil Armstrong NASA portrait

Image courtesy of NASA

নাসা থেকে নীল আর্মস্ট্রোং এর পোর্ট্রেইট ছবি।


July 9, 1969: Armstrong arrives at the flight crew training building at the NASA Kennedy Space Center

Image courtesy of NASA

ট্রেইনিং ভবনের পাশে নীল আর্মস্ট্রোং।


July 16, 1969: Reporters interview Armstrong’s wife and children

Image courtesy of NASA

নীল আর্মস্ট্রোং এর পরিবার। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন স্ত্রী এবং সন্তান।


July 20, 1969: Armstrong on the lunar surface

Image courtesy of NASA

মহাকাশে নীল আর্মস্ট্রোং।


July 20, 1969: Footprints left on the moon

Image courtesy of NASA

চাঁদে মানুষের প্রথম পদ চিহ্ন।


July 20, 1969: Neil A. Armstrong (L) and Buzz Aldrin (R) place an American flag on the moon.

Image courtesy of NASA

চাঁদে নীল আর্মস্ট্রোং এবং বাজ আল্ড্রিন আমেরিকার পতাকা স্থাপন করছেন।


July 20, 1969: Armstrong after the completion of the Lunar EVA

Image courtesy of NASA

সফর শেষে নীল আর্মস্ট্রোং।


July 24, 1969: Mission Operations Control Room celebrate Apollo 11’s successful splashdown.

Image courtesy of NASA

এপোলো ১১’স সফল হওয়ার পর কন্ট্রোল রুমের উল্লাস।


July 24, 1969: Richard Nixon visits the Apollo 11 crew in the Mobile Quarantine Facility

Image courtesy of NASA


July 27, 1969: The wives of the Apollo 11 crew visit their husbands in quarantine

Image courtesy of NASA

এপোলর ১১ এর ক্রুদের স্ত্রী রা এসেছেন দেখা করতে।


August 13, 1969: New York City celebrates Apollo 11 astronauts with a ticker tape parade

Image courtesy of NASA

এপোলো ১১ সফল হওয়ার পর নিউ ইয়োর্কের সেলেব্রেটের এক অংশ। নভোচারীদের কে সংবর্ধ্বনা দেয়া হয়।


October 1, 1978: Armstrong receives the first Congressional Space Medal of Honor from President Jimmy Carter.

Image courtesy of NASA

প্রেসিডেন্ট জিম কার্টারের কাছ থেকে মেডেল গ্রহন করছেন নীল আর্মস্ট্রোং।


January 1991: Armstrong at the Dryden Flight Research Center

Image courtesy of NASA



April 18, 2006: Armstrong with his NASA Ambassadors of Exploration award

Image courtesy of NASA


November 16, 2011: Armstrong speaks to Congress at a ceremony honoring him and fellow astronauts John Glenn, Buzz Aldrin and Michael Collins

Image courtesy of NASA

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তিন কিংবদন্তী নীল আর্মস্ট্রোং, বাজ আল্ড্রিন, এবং মাইকেল কলিন।


October 11, 2010: Armstrong (left), Jim Lovell and Gene Cernan in the Sustainer Theater, Joint Base Balad

Image courtesy of Robert Couse-Baker


নীল আর্মস্ট্রোং হচ্ছেন চাঁদে পৌছানো প্রথম মানব। গত রবিবার ৮২ বছর বয়সে তিনি মারা যান।
আমরা নীল আর্মস্ট্রোং এর অতীত থেকে শুরু করে বর্তমানের অবস্থা এই ছবিগুলোর মাধ্যমে কিছুটা হলেও ধারণা পেলাম।
পৃথিবী যত দিন থাকবে ততদিন নীল আর্মস্ট্রোং কে মানুষ মনে রাখবে। মহাকাশ জয় উনার এই সফল যাত্রা দিয়েই শুরু হয়েছিল।
কেমন লাগলো জানাবেন মন্তব্যে।
ধন্যবাদ সবাইকে।

2 thoughts on “ছবিতে ছবিতে নীল আর্মস্ট্রোং এর জীবনী! নাসার সৌজন্যে সব ছবি”

Leave a Comment