হার্ডডিস্ক ড্রাইভের অপ্রয়োজনীয় ফাইল Delete করে অপারেটিং সিস্টেমকে সচল রাখুন।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে হার্ডডিস্ক ড্রাইভে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। এসব ফাইল কম্পিউটারের গতি কমিয়ে দেয় । অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করতে Start/Run-এ গিয়ে cleanmgr লিখে Enter চাপুন। এখন একটি মেন্যু আসবে, এখান থেকে যে ড্রাইভ পরিষ্কার করতে চান, সেটি নির্বাচন করে Ok দিন। এখন যেসব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে চান, সেগুলোতে টিক চিহ্ন দিয়ে Ok করলেই ড্রাইভ পরিষ্কার হয়ে যাবে।

Start/Run-এ গিয়ে cleanmgr

যে ড্রাইভ পরিষ্কার করতে চান, সেটি নির্বাচন করে Ok দিন

এখন যেসব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে চান, সেগুলোতে টিক চিহ্ন দিয়ে ok করুন।

Yes Click করলেই ড্রাইভ পরিষ্কার হয়ে যাবে।

এটি Disk Property থেকে ও করা যায়।