২০-৮০ নিয়ম: ওয়েবসাইটের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য?

২০-৮০ নিয়ম: ওয়েবসাইটের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য?১৯০৬ সালে ইটালীর অর্থনীতিবিধ Vilfredo Pareto দেখতে পান সে দেশের ৮০ ভাগ সম্পদের মালিক ২০ ভাগ ধনী লোক। তিনি আরও দেখেন মটরসুটি বাগানে শতকরা ২০ ভাগ গাছে ৮০ ভাগ মটরশুটি উৎপাদিত হয়। পরবতির্তে অনেকের ব্যবসা ক্ষেত্রেও দেখা যায় ২০ ভাগ নিয়মিত ক্রেতার কাছেই ৮০ ভাগ পণ্য বিক্রয় হয়। আরও মজার তথ্য পাওয়া যায় ১৯৮৯ সালের পৃথিবীর মানুষের গড় আয়ের ক্ষেত্রে, এখানে দেখা যায় ২০ ভাগ ধনী লোকের গড় আয় মোট আয়ের ৮২.৭ ভাগ। মাইক্রসফট আরও দেখায় ২০ ভাগ প্রগামিং ভুল সংশোধনের ফলে ৮০ ভাগ সমস্যার সমাধান হয়। এটি পরবর্তীতে Pareto principle নামে পরিচিতি লাভ করে।

ওয়েব সাইটের ক্ষেত্রে কি ২০-৮০ নিয়ম প্রযোজ্য

ওয়েবসাইটের ২০ ভাগ অংশ জুড়ে যা আছে তাই ৮০ ভাগ সফলতা এনে দিতে পারে (-যদিও এটা সার্বজনীন ভাবে প্রমানিত নয়) যেমন-

  • ১. সাইডবার: যেখানে সর্বশেষ মতামত ইত্যাদি থাকে। সেখানে আসরে সবাই ক্লিক করে না।
  • ২. সামাজিক নেটওয়ার্ক লিংক: যেখানে সাধারনত: ফেসবুক,টুইটার, ফিডের লিংক ই-মেইল সাবক্রাইবার লিংক থাকে। খুব অল্প কিছু সময়ই একজন ভিজিটর এ জায়গায় ক্লিক করে থাকে।
  • ৩. সর্ব শেষ পোষ্টের তালিকা: সাধারনত প্রথম পাতা জুরে থাকে।
  • ৪. মেনু: সাধারনত হেডারে থাকে।

সম্পূর্ণ ওয়েব সাইটের হিসেবে এই অংশ গুলো সামান্য জায়গা দখল করলেও বাস্তব ক্ষেত্র ভিজিটর আসার জন্য এ অংশটিই গুরুত্ব বহন করে। আশা করা যায় ওয়েব সাইটের ক্ষুদ্র আংশের গুরুত্ব আনুধাবন করে কাজ করলে সফলতা পাওয়া যাবে।