গ্রাফিক্স ফাইল ফরমেট

গ্রফিক্স ফাইল ফরমেট খুবই গুরুত্বপূর্ন বিষয়। ছবিটির কাজের ধরন অনুসারে বিভিন্ন ফরমেটে ফাইলটি সেভ করতে হতে পারে। প্রিন্ট করার জন্য যে ফরমেট ব্যবহার করা হবে তা কিন্তু ওয়েবে ব্যবহারের জন্য উপযুক্ত নয়। ওয়েবে যথাসম্ভব ছোট আকারের ফাইল ব্যবহার করতে হবে। নিচে বিভিন্ন ধরনের ফাইল ফরমেট আলোচনা করা হলো:

psd(Photoshop document):

ফটোশপের নিজস্ব ফাইল ফরমেট।

bmp(Bitmap image file format.):

বিটমেপ ফরমেট ডজ ও উইনডোজ অপারেটিং সিস্টেম ভাল মানের ছবির ক্ষেত্রে ব্যব্হার করা হয়।

gif(Graphics Interchange Format):

সাধারনত রেখাচিত্রের, আইকন ইত্যাদির ক্ষেত্রে এবং ওয়েবে এই ফরসমট ব্যবহার করা হয়।

eps(Encapsulated PostScript):

এই ফরমেটটি অত্যন্ত জনপ্রিয ফরমেট কারন, এটি একই সাথে ভেক্টর ও রাস্টার ইমেজ ধারন করতে পারে। এই ফরমেট এর ফাইল বেশি স্থান দখল করে।

dcs(Desktop Color Separation):

এটি eps এর ই একটি রুপ

jpeg(Joint Photographic Experts Group):

এই ফরমেট টি অত্যন্ত জনপ্রিয় একটি ফরমেট। সব অপারেটিং সিস্টেম ও সব

pdf(Portable Document Format):

একটি জনপ্রিয় এবং প্রয়োজনীয় ফাইল ফরমেট । এটি ভেক্টর ও রাস্টার উভয় ফরমেট সাপোর্ট করে সেইসাথে ফন্ট , রেখা চিত্র , এবং ইন্টারনেট লিংক ধারন করতে পারে। পিডিএফ ফাইল ওপেন করার জন্য আমরা সাধারনত Adobe Acrobat Reader ব্যবহার করে থাকি ।

    বিস্তারিত ভিডিওতে:


    1 thought on “গ্রাফিক্স ফাইল ফরমেট”

    1. কোনটা কখন ব্যবহার করতে হবে সেটা বললে বেশি ভাল হত।
      যেমনঃ ফোটশপ থেকে ইমেজ করতে PNG (পোর্টেল নেটওয়ার্ক গ্রাফিক্স) করা উচিত।
      JPEG পারত পক্ষে ব্যবহার করা উচিত নয়………..
      লেখাটাতে ভিডিও দিয়ে ভাল করেছেন………. কিন্তু আমি দেখতে পারলাম না……..

    Leave a Comment